• মেডিক্যাল কলেজে এনআরআই কোটাতে ভর্তির নামে দুর্নীতি, রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছে ইডি
    বর্তমান | ০৩ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের সকালেই শহর থেকে জেলায় তল্লাশি অভিযানে নামল ইডি। মেডিক্যাল কলেজে এনআরআই কোটায় ভর্তির নামে দুর্নীতির তদন্তে তৎপর ইডি। তাই আজ, মঙ্গলবার কাকভোর থেকেই সল্টলেক-সহ শহরের নানা প্রান্তে ও বিভিন্ন জেলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। জানা গিয়েছে, সল্টলেক, বজবজ, কল্যাণী, হলদিয়া, শান্তিনিকেতন, কাঁকসা, যাদবপুর, দুর্গাপুরে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, একাধিক মেডিক্যাল কলেজে ও তাঁর কর্ণধারদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জাল নথি দিয়ে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে(মূলত বেসরকারি কলেজ) এনআরআই (নন রেসিডেন্ট অব ইন্ডিয়া) কোটায় ভর্তির অভিযোগে চলতি বছরের এপ্রিল মাসে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তারপরে সেই ঘটনার তদন্তভার যায় ইডির হাতে। সেই দুর্নীতির তদন্তেই আজ, মঙ্গলবার সকাল থেকে রাজ্যজুড়ে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, এই দুর্নীতির তদন্তে এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় লক্ষ্মণ শেঠের বাড়ি ও মেডিক্যাল কলেজেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীরভূমের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজেও হানা দিয়েছে ইডি। দুর্গাপুরের মলানদীঘি, শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও একযোগে চলছে তল্লাশি।
  • Link to this news (বর্তমান)