প্রকৃতির উপরে অনিয়ন্ত্রিত হস্তক্ষেপের বিষয়ে সর্বদাই সাবধানতা অবলম্বন করতে প্রয়াসী ছিলেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর স্বপ্নের শান্তিনিকেতনকে তিনি সাজিয়ে দিয়ে গিয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে পরিভ্রমণকালে সংগ্রহ করে আনা বৃক্ষ দিয়ে। তাই তাঁর প্রয়াণ দিবস ২২ শ্রাবণ দিনটি শান্তিনিকেতনে পালিত হয়ে থাকে ‘মরু বিজয়ের কেতন ওড়াও’ গান ও শোভাযাত্রা-সহ নৃত্য-গীতের ধারায় বৃক্ষরোপণের মধ্যে দিয়ে। এশিয়ার প্রথম নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাই ক্রান্তিদর্শী এক মহামানব হিসেবে চিহ্নিত হয়ে রয়েছেন বিশ্বজুড়ে।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের হাতে গড়া তাঁর স্বপ্নের বিশ্বভারতীর প্রাক্তনী অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল জয়ের মধ্যে দিয়ে একটা বৃত্ত তৈরী করেন। ইউনেস্কো বিশ্বভারতীকে বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ড হেরিটেজ তকমা দিয়েছে। এবার সেই বিশ্ব ঐতিহ্যের প্রাঙ্গন বিশ্বভারতী-শান্তিনিকেতনে আসছেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই প্রথম রাজ্যে আয়োজিত হতে চলেছে ‘বেঙ্গল বিয়েনেল’ আলোচনাচক্র। তার প্রথমটি হবে কলকাতায়। আর দ্বিতীয় আলোচনাচক্রটি হবে শান্তিনিকেতনে।
সেই আলোচনাচক্রে অংশ নিতেই ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলার সূচনাপর্বে রবিবার ৬ পৌষ, ২২ ডিসেম্বর শান্তিনিকেতনে আসছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনের পৌষমেলার সময় অপর নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর শান্তিনিকেতনের ‘প্রতীচী’ বড়িতে থাকেন। এবার তিনি থাকবেন কী না এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এলে উভয়ের মধ্যে সাক্ষাৎ হবে কী না, তা অবশ্য স্পষ্ট নয়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেন সফরকালে তাঁর সঙ্গে থাকবেন শিল্পী সারনাথ বন্দ্যোপাধ্যায়।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এসে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থ জলত্তোলনের ফলে যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে তার উপরে আলোকপাত করে ‘ভবিষ্যতের জলসঙ্কট ও রাজীনীতি’ নিয়ে ‘স্বাদ আর্ট গ্যালারী’তে বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। কলকাতায় বহুজাতিক সংস্থার দখল-নির্মাণ, কৃষিক্ষেত্রে গম উৎপাদনে পাঞ্জাব সফলতার পরে এবার ধান উৎপাদনে জোর দিতে কৃষিক্ষেত্রে ভূগর্ভস্থ জলত্তোলনে বিদ্যুৎ কর মকুব করে দেওয়ায়, অনিয়ন্ত্রিত জলত্তোলন ও অপচয়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার উপরে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আলোকপাত করবেন। ইতিমধ্যেই শান্তিনিকেতনে বেশ কয়েকটি জায়গায় ‘বেঙ্গল বিয়েনেল’ আয়োজিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এবার অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে একটা নতুন মাত্রা যোগ করবেন বলেই আশা করা হচ্ছে।