• আপাতত প্রশাসক দিয়ে কাজ, স্কুলের মেয়াদ উত্তীর্ণ পরিচালন সমিতি নিয়ে সিদ্ধান্ত পর্ষদের
    দৈনিক স্টেটসম্যান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • রাজ্যের বহু স্কুলেই পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদবৃদ্ধি করে সমস্যা মেটানোর চেষ্টা চলছিল এতদিন। সেই ব্যবস্থায় আপাতত ইতি ঘটতে চলেছে। ২০২২ সালের আগে যে সব স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়েছে, তা আর বৃদ্ধি করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই নির্দেশিকা সমস্ত জেলার ডিআইদের কাছে পাঠিয়ে দিয়েছে পর্ষদ। আপাতত প্রশাসক নিয়োগ করতে হবে। তিনিই যাবতীয় দায়িত্ব সামলাবেন।

    পর্ষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২২ সাল বা তার আগে যে যে স্কুলগুলির পরিচালন সমিতির মেয়াদ ফুরিয়েছে, সেখানে বসবে প্রশাসক। এতদিন সেখানে সমিতির মেয়াদ বৃদ্ধি করে কাজ চালানো। কিন্তু নতুন করে আর সেই সমিতির মেয়াদ বাড়ানো হবে না। অবিলম্বে পরিচালন সমিতি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে হবে। পরবর্তী কালে নতুন পরিচালন সমিতি তৈরি না হওয়া পর্যন্ত স্কুল পরিচালনার যাবতীয় কাজ দেখবেন প্রশাসক।

    অবশ্য যে সমস্ত স্কুল নিয়ে আদালতে মামলা চলছে, সেই সব স্কুল নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। আদালত কোনও নির্দেশ দিলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা বিদ্যালয় পরিদর্শক স্কুল পরিদর্শন করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট পাঠাবে। ১০ দিনের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সেই রিপোর্টের ভিত্তিতে প্রশাসক নিয়োগ করা হবে। প্রশাসকরাই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা সহ যাবতীয় দায়িত্ব পালন করবেন।

    মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, সুষ্ঠুভাবে স্কুল পরিচালিত হোক, এটা সকলেই চান। রাজ্যের বহু স্কুলে পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একটি সংগঠন আবার অতি দ্রুত নতুন পরিচালন সমিতি গঠন করার দাবিতে সরব হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)