• মালদহের হোটেলে এবার প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশের নাগরিকদের!
    ২৪ ঘন্টা | ০৪ ডিসেম্বর ২০২৪
  • রণজয় সিংহ: বাংলাদেশে অশান্তিতে রীতিমতো আতঙ্কিত মালদহের হোটেল মালিকরা। এতটাই আতঙ্ক যে, বাংলাদেশের নাগরিকদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হোটেল মালিকদের বক্তব্য, 'বাংলাদেশে নাগরিকরা যে বৈধ কাগজপত্র নিয়ে এদেশে আসছেন, তা বুঝব কী করে'!

    বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদহ। ইংরেজবাজার থানার মহদীপুর সীমান্ত দিয়ে দু'দেশের মধ্য়ে চলে দ্বিপাক্ষিক বাণিজ্য। আবার এই পথে দিয়ে বৈধভাবেই ভারতে আসেন বাংলাদেশ নাগরিকরা। কেউ আসেন চিকিত্‍সা করাতে, তো কেউ আবার কাজে। ইংরেজবাজার শহরের বিভিন্ন হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকেন তাঁরা। নির্দিষ্ট সময় পর ফিরে যান নিজেদের দেশে। সংখ্যায় কত? প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ জন।

    এদিকে বদলের বাংলাদেশে এখন 'আক্রান্ত' সংখ্যালঘুরা। গ্রেফতার করা হয়েছে  বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ। মালদহ জেলা হোটেল ওনার্স অ্য়াসোসিয়েশনের সম্পাদক  কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, 'ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে। কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে, তাতে আমরা আতঙ্কিত'। তাঁর কথায়,, 'বৈধ কাগজপত্র নিয়েই যে বাংলাদেশীরা ভারতে আসছেন, তা কী করে নিশ্চিত করা সম্ভব? আইনি সমস্যা এড়াতে আপাতত বাংলাদেশে নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা'।

    হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্স। সংগঠনের সম্পাদক উত্তম বসাক বলেন, 'বাংলাদেশে এখন অশান্তির পরিবেশ। বৈধ কাগজপত্র ছাড়া দুষ্কৃতীরাও চোরাপথে অনুপ্রবেশ করতে পারে। পরে আইনি সমস্যায় পড়তে পারেন হোটেল মালিকরা'।

  • Link to this news (২৪ ঘন্টা)