• ১১ বছর পর রেলের কর্মী সংগঠনের ভোট, ইঞ্জিন প্রতীকে লড়ছে তৃণমূলও
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সুব্রত বিশ্বাস: রেলের ইউনিয়ন কার দখলে? আগামী দুদিন দেশজুড়ে সেই পরীক্ষা। এবার পূর্ব রেলে নির্বাচনে সরাসরি লড়ছে তৃণমূল। প্রতীক ইঞ্জিন। বুধবার পূর্ব রেলের প্রায় ৯৫ হাজার কর্মী ভোট দেবেন।

    বুধ ও বৃহস্পতিবার সাধারণ কর্মীরা ভোট দেবেন। ৬ ডিসেম্বর ভোট দেবেন ট্রেনের চালক ও গার্ডরা (রানিং স্টাফরা)। পূর্ব রেলের মোট ১২৮টি বুথে এই প্রক্রিয়া চলবে। পূর্ব রেলে মোট পাঁচটি সংগঠন লড়াই করছে। বামপন্থী সংগঠন মেনস ইউনিয়ন, ডানপন্থী মেনস কংগ্রেস, তৃণমূল মেনস কংগ্রেস, বিজেপির কর্মচারী সংগঠন ও  এমপ্লইজ ইউনিয়ন। মেনস ইউনিয়ন ও মেনস কংগ্রেসের মূল ইস্যু, পুরনো পেনশন ব‌্যবস্থা ফেরানো, রেল বেসরকারিকরণের বিরোধিতা ও রেলের জমি বিক্রির প্রতিবাদ। তৃণমূল দুই সংগঠনের দাবিদাওয়াকে মান‌্যতা দিলেও উভয় সংগঠনের কাজের সমালোচনা করেছে।
  • Link to this news (প্রতিদিন)