• সুতিতে ঝোপ থেকে উদ্ধার টোটোচালকের দেহ, সোমবার থেকে নিখোঁজ ছিলেন যুবক
    আনন্দবাজার | ০৪ ডিসেম্বর ২০২৪
  • মুর্শিদাবাদের সুতির আজাদনগর বেলতলা এলাকায় উদ্ধার হল এক টোটোচালকের দেহ। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। কালভার্ট সংলগ্ন ঝোপ থেকে মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুরাজ শেখ। বয়স ৩২ বছর। সুতির ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

    মৃতের পরিবারের দাবি, সোমবার বিকেলে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুরাজ। রাত হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এর পরেই পরিবারের সদস্যেরা খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। মৃতের কাকা বুলতাব হোসেনের দাবি, যুবককে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা খুন করেছেন, তা নিয়ে কিছু বলেনি পরিবার।

    সুতি থানার পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। পরে ময়নাতদন্তের জন্য সেই দেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কী ভাবে যুবককে খুন করা হয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (আনন্দবাজার)