• বর্ধমান শহরে বন্ধ বাস পরিষেবা, সমস্যার সমাধান কোন পথে?
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৪
  • বর্ধমান শহরে বন্ধ টাউন সার্ভিসের বাস। টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে মঙ্গলবার বাস পরিষেবা বন্ধ রাখেন বেসরকারি বাস চালকরা। তার জেরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। সকাল থেকেই নবাবহাট বাস স্ট্যান্ডে বাস চালকরা বাস বন্ধ রেখে বিক্ষোভ দেখান।

    বাস চালকদের অভিযোগ, প্রায়ই বাসের কর্মীদের নানা ভাবে হেনস্থা করা হয়। বর্ধমান স্টেশন চত্বরে টোটো চালকরা রাস্তায় গাড়ি থামিয়ে অযথা যানজট তৈরি করেন। সোমবারও একই ঘটনা ঘটে বলে অভিযোগ। এক বাস চালক জানান, বাসের সামনে একটি টোটো দাঁড়িয়েছিল। টোটো চালককে সরতে বলায় বাসের চালক, খালাসি ও কর্মীকে মারধর করা হয়।

    বাস চালকদের দাবি, দু’সপ্তাহ আগেও একই ঘটনা ঘটে। টাউন সার্ভিসের বাস চালকদের প্রায়ই মারধর করা হয়। তাঁদের প্রশ্ন, এ ভাবে বাস চালানো যায় নাকি? প্রশাসন নিরাপত্তা না দিলে বাস চালানোই যাবে না।

    বর্ধমান শহরের উল্লাস বাস স্ট্যান্ড, নবাবহাট বাস স্ট্যান্ড, সদরঘাট থেকে টাউন সার্ভিসের বাস চলে। এই টাউন বাস সার্ভিস বিশেষ গুরুত্বপূর্ণ। আদালত, পুলিশ সুপার, জেলাশাসকের অফিস-সহ সমস্ত প্রশাসনিক ভবন এই সব এলাকায়।

    শুধু তাই নয়, কেউ যদি বাঁকুড়ার দিকে যেতে চান, তাঁকে টাউন সার্ভিসেই সদরঘাট বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে বাস ধরে দক্ষিণ দামোদরের দিকে যাবেন। কলকাতায় যাওয়ার জন্য উল্লাস বাস স্ট্যান্ড হয়ে কলকাতার বাস ধরতে পারবে। নবাবহাট থেকে ধরতে হবে দুর্গাপুর যাওয়ার বাস। কালনা-কাটোয়া যেতে হলে স্টেশন মোড়ে যেতে হবে। সব মিলিয়ে এই টাউন বাস সার্ভিসের গুরুত্ব এখানকার নিত্যযাত্রীদের কাছে অপরিসীম।

    এ দিন অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া, বাস স্ট্যান্ডে এসে দেখেন পরিষেবা বন্ধ। চরম নাকাল হতে হয় তাদের। স্থানীয় টোটো ইউনিয়নের প্রেসিডেন্ট ইফতিকার আহমেদের বক্তব্য, ঠিক কী ঘটেছে তা তিনি জানেন না। তবে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি।
  • Link to this news (এই সময়)