• ‘আমি এখনও ভাবতে পারছি না...’, অস্কার মনোনয়নে ইমন চক্রবর্তীর গান
    এই সময় | ০৩ ডিসেম্বর ২০২৪
  • অস্কারে ইমন চক্রবর্তীর গান। ‘কান’-এ নমিনেশন পাওয়া ছবি ‘পুতুল’-এর গান ‘ইতি মা’। ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল গানটি। অস্কার মনোনয়নের প্রথম তালিকা প্রকাশ্যে আসতেই নজর কাড়ে বাংলার এই গানের নাম। এত বড় স্বীকৃতির খবরে কী বললেন শিল্পী ইমন চক্রবর্তী, পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়, সং কম্পোজ়ার সায়ন গঙ্গোপাধ্যায় ও গানের লেখক অনির্বাণ ভট্টাচার্য?

    সকালে পরিচালকের ফোনেই প্রথম খবর পান ইমন। আনন্দে কথা বলতে পারছিলেন না তিনি। বললেন, ‘এক মাস আগে গানটা গেয়েছিলাম। সারা বিশ্বের ৭৯টি সেরা গানের তালিকায় জায়গা করে নিয়েছে এই গান। বাংলা গান হিসাবে আমার গানটা রয়েছে। যেটা আমার কাছে অস্কারের সমান বলা চলে। খুব বড় পাওয়া। আমি এখনও ভাবতে পারছি না। একটা বাংলা গান নমিনেশন পেয়েছে, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।’

    অস্কারের নমিনেশনের মতো এই সম্মান ইমন তাঁর মা এবং পরিবারের সকলকে উৎসর্গ করতে চান। পাশাপাশি তিনি এও বলেন, ‘এই সম্মান আমার একার নয়, বাংলার অ্যাচিভমেন্ট।’

    শুধু ছবির গানই নয়, আবহসঙ্গীতও নমিনেশন পেয়েছে। পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় বলেন, ‘গান তবু ভাবতে পারছি। আবহসঙ্গীত ভারতে খুব কম হয়েছে, নমিনেশন পেয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না।’ চলতি বছর ‘পুতুল’ কান-এ গিয়েছিল। ভারতীয় ছবি হিসাবে এই ধরনের স্বীকৃতিতে আপ্লুত ইন্দিরা।

    পরিচালকের কথায়, ‘আমরা যখন ছবিটা করছিলাম, অনেক পথশিশুর সঙ্গে কথা বলেছি। বুঝেছিলাম, ওদের কাছে জীবনটা খুব আলাদা। ওদের কাছে মিউজ়িকটাও খুব আলাদা। কিছুজন আমাদের গান গেয়েও শুনিয়েছে। আমরা খুব খেটেছি গানটির জন্য।’

    কোনও কম্পিউটারাইজ়ড পদ্ধতি ব্যবহার করে নয়, একেবারে ভারতীয় ক্লাসিক্যাল লাইভ ইন্সট্রুমেন্ট দিয়ে তৈরি করা গানটি। এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব ইন্দিরা দিয়েছেন তাঁর টিমকে। বললেন, ‘ইমন অসাধারণ গেয়েছেন। মিউজিক ডিরেক্টর সায়ন প্রচুর সময় নিয়ে গানটা তৈরি করেছেন। অনির্বাণ ভট্টাচার্যর লেখার কোনও তুলনাই নেই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। ভারত আরও এগিয়ে যাক। এটুকুই শুধু বলতে পারি।

    ‘ইতি মা’ গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্যের কথায়, ‘সত্যি বলতে তালিকাটা দেখে একটু ঘাবড়ে গিয়েছি। এমন কিছু গানের ভিড়ে নামটা যখন দেখলাম, বিশ্বাস করাটা কঠিন। আমি নিজের ব্যান্ডের জন্য, বিজ্ঞাপনের জন্য, নাটকের জন্য বহু গান লিখেছি। কিন্তু সিনেমার জন্য কেউ আমায় কখনও বলেনি। আমার কাছে যখন অফারটা এল তখন ভাবছিলাম কী ভাবে সাজাব। তারপর স্ক্রিনে বিষয়টা দেখে মাথার ভিতর শব্দের খেলা শুরু হয়। একজন শিশুকন্যার গল্প। আসলে আমার নিজেরও তো কন্যা সন্তান রয়েছে। সে ভাবেই সবটা তৈরি। ইমন, সায়ন, ইন্দিরা সকলে খুব ভালো কাজ করেছে। ইমোশনটা অক্ষুন্ন রেখে কাজটা করার চেষ্টা করেছি।’

    সঙ্গীত পরিচালক সায়ন গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি ভাবতেই পারছি না এখন। অনেক কষ্ট করে ইন্দিরা এই ছবিটা বানিয়েছেন। আমি আমার সমস্ত মিউজ়িশিয়ানদের ধন্যবাদ জানাই। এই কাজটা করে আলাদা একটা তৃপ্তি পেয়েছি। যখন কান-এ গিয়েছিল এআর রহমানও ভীষণ প্রশংসা করেছিলেন। বাংলা বাজারে এরকম কোয়ালিটির কাজ হয়, এটা ভাবার বাইরে। এটা ছবিতেও আমার প্রথম করা গান। তাতেই এই সাফল্য পেলাম, আমি ভাবতেই পারছি না। অনির্বাণদার কথা বিশেষ ভাবে উল্লেখ করব। তাঁর লেখা জাস্ট ভাবা যায় না। এটা বাঙালির জয়।’
  • Link to this news (এই সময়)