• দুর্গাপুর ও কাঁকসায় তিনটি মেডিক্যাল কলেজে সাতসকালে ইডির অভিযান
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর ও কাঁকসা: দুর্গাপুরে তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ‘নন রেসিডেন্ট অব ইন্ডিয়া’ বা এনআরআই কোটায় চিকিৎসক পড়ুয়াদের ভর্তিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতির তদন্তে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মূলত বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে অভিযান চালায় ইডির আধিকারিক সহ কর্মীরা। পাশাপাশি ওই সব মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্ণধারদের বাড়িতেও একযোগে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। ঘটনাস্থলে কড়া প্রহরায় ছিল একাধিক কেন্দ্রীয় বাহিনী।


    দুর্গাপুরের শোভাপুর এলাকায় একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ ইডির ৭জন আধিকারিক সহ কর্মীদের একটি দল আসে। সঙ্গে প্রায় ১২জন কেন্দ্রীয় বাহিনীর মহিলা ও পুরুষ জাওয়ানরা আসেন। হাসপাতালে কর্মরত আধিকারিকদের নিয়ে কলেজের চিকিৎসক পড়ুয়াদের ভর্তি বিষয়ক নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি হাসপাতাল ও কলেজের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষণ চলে তল্লাশি। 


    বিশেষ সূত্রে গিয়েছে, ওই হাসপাতালের কর্ণধারের কলকাতা সল্টলেকের বাড়িতেও হানা দিয়েছে ইডি। এই বিষয়ে হাসপাতালের কর্তাদের ফোন ও এসএমএস করলে কোনও উত্তর পাওয়া যায়নি। পাশাপাশি এদিন কাঁকসা থানার রাজবাঁধ ও মলানদিঘি এলাকায় দু’টি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে হানা দেয় ইডি। প্রায় একই সময়েই হাসপাতালে প্রবেশ করে প্রায় সাতজনের একটি করে দল। ওই হাসপাতালে ইডি হানা দিতেই হাসপাতালের চিকিৎসক থেকে কর্মীদের মধ্যে চঞ্চল্য ছড়ায়। পরিষেবা বন্ধ হয়ে যাবে কি না সেই নিয়েও আশঙ্কার সৃষ্টি হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত আশঙ্কা কাটিয়ে উঠেন। সেখানেও এদিন রাত পর্যন্ত চলতে থাকে অভিযান। রাজবাঁধের কলেজের কর্ণধারের বাড়ি পানাগড় বাজার এলাকায়। তাঁর বাড়িতেও একটি ইডির দল সকালেই হানা দেয়। সেখানে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। পাশাপাশি মলানদিঘি এলাকার কলেজের কর্ণধারের দুর্গাপুরের বিধাননগর এলাকার বাড়িতেও হানা দেয় ইডির আরও একটি দল। দিনভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলতে থাকে। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও মুখ খুলতে চাইনি। এদিন রাতেও চলতে থাকে অভিযান। ইডি সূত্রে জানা গিয়েছে, কলকাতার সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চলতি মাসে একটি অভিযোগ দায়ের হয়। জাল নথি দিয়ে এনআরআই কোটায় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির অভিযোগ ওঠে। সেই ঘটনারই তদন্তে নামে ইডি।
  • Link to this news (বর্তমান)