ক্ষুদিরামের জন্মভিটে মোহবনীতে শুরু ৯ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ
বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মভিটাতে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে ৯ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। তাই মঙ্গলবার ক্ষুদিরাম বসুর জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করলেন কেশপুর ব্লকের মোহবনী সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। এদিন বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন উপলক্ষ্যে গ্রামবাসীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। জানা গিয়েছে কেশপুর, গড়বেতা-৩ উন্নয়নে ৯ কোটি টাকা ঢালাও প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ টাকা খরচ করে তৈরি হচ্ছে রাস্তা, নিকাশি নালা। রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ায় দু’টি ব্লকের প্রায় ৫০ হাজার মানুষ উপকৃত হবেন। একইসঙ্গে কেশপুরের মোহবনী পর্যটক কেন্দ্র ঢেলে সাজানোর জন্য নানা পরিকল্পনাও করা হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, মোহবনী এলাকায় ক্ষুদিরাম বসুর মূর্তি বসানো হয়েছে। ঢেলে সাজা হচ্ছে ক্ষুদিরামের স্মৃতিতে তৈরি শিশু উদ্যানটি। এছাড়াও শিশু উদ্যানের পাশে থাকা পুকুরটিও ঢেলে সাজানো হচ্ছে। মঙ্গলবার মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন ক্ষুদিরাম বসুর বর্তমান প্রজন্মের সদস্যরা। এদিন ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয়। অপরদিকে শহরের কালেক্টরেট মোড়েও বিপ্লবীর জন্মদিন পালন করা হয় বলে জানা গিয়েছে।
মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে নানা উন্নয়নমূলক কাজ হচ্ছে। এরফলে উপকৃত হবেন সাধারণ মানুষ। জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক বলেন, এলাকার মানুষের জন্য আরও নানা উন্নয়নমূলক কাজ হবে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, কয়েক বছর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষুদিরাম বসুকে সম্মান জানাতে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হয়। প্রথম বছর উন্নয়নের জন্য বরাদ্দের পরিমাণ কম ছিল। কিন্তু উন্নয়নমূলক কাজের জন্য ২০২৩-’২৪ অর্থবছরে ২ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়। সেই টাকা খরচ করে এই অথরিটির উদ্যোগে শিশু উদ্যান, রাস্তার সংস্কার সহ একাধিক কাজ হয়েছে। এরপর চলতি অর্থবর্ষে ৯ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা খরচ হয়েছে। এই বিপুল পরিমাণে টাকা খরচ করে গড়বেতা-৩ ব্লকে ৬টি রাস্তা, কেশপুর জুড়ে প্রায় ১৫টি নিকাশি নালা তৈরি হচ্ছে। জানা গিয়েছে, গত অর্থবছরে কেশপুরে ১০টি রাস্তা তৈরি হয়েছে। এছাড়াও মোহবনী গ্রামের পুকুরের সংস্কারের পরিকল্পনা করা হয়েছে। এতে খরচ হবে প্রায় ১ কোটি টাকা।
মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির টাউন প্ল্যানার রাজর্ষি চট্টোপাধ্যায় বলেন, পর্যটকদের কথা মাথায় রেখে মোহবনী এলাকা ঢেলে সাজা হচ্ছে। শীতকালে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশাবাদী। মোহবনী এলাকার বাসিন্দা সঞ্জয় ঘোষ বলেন, আগে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল বিপ্লবীর জন্মভিটে। এলাকায় অনেক কাজ হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।