• সংঘাত টোটো চালকদের সঙ্গে, দিনভরই বাস বন্ধ
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: টোটো চালকদের সঙ্গে বিবাদের জেরে মঙ্গলবার দিনভর বর্ধমান শহরে বাস চলাচল বন্ধ থাকল। এদিন বাস চালক ও কর্মীরা নবাবহাটে বিক্ষোভ দেখান। আচমকা বাস চলাচল বন্ধ থাকায় পথে বেরিয়ে যাত্রীরা সমস্যা পড়েন। যদিও বিকেলের দিকে দু’পক্ষর সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বাস চালকদের দাবি, প্রায়ই তাঁদের উপর হামলা হচ্ছে। স্টেশনের সামনে বাস দাঁড় করালেই চালক ও অন্যান্য কর্মীদের মারধর করা হচ্ছে। সোমবারও টোটো চালকরা এক বাস চালককে মারধর করে বলে অভিযোগ। বারবার এমন ঘটনা হওয়ায় তাঁরা এদিন বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য হন বলে জানিয়েছেন। বর্ধমানের মিনিবাস অ্যাসোসিয়াশনের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, বাসের চালক ও কর্মীরা তাঁদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করেছে। এভাবে আক্রমণ হওয়ায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। বুধবার থেকে বাস চলবে। 


    এক বাস চালক বলেন, দীর্ঘদিন ধরেই এক শ্রেণির টোটো চালক দাদাগিরি করছে। স্টেশনের সামনে থেকে যাত্রী তুল঩লেই ওরা দলবেঁধে এসে হামলা করছে। শহরে টোটোর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। বাসের যাত্রী কমে গিয়েছে। স্টেশনের সামনের দাঁড়ালে যাত্রী পাওয়া যায়। সেটা টোটো চালকরা করতে দেবে না। আর এক বাসের চালক বলেন, প্রথম দিকে মার খাওয়ার পরও কেউ প্রতিবাদ করেনি। তাতে টোটো চালকরা বেপরোয়া হয়ে উঠেছিল। তারা প্রতিদিনই হামলা চালাচ্ছে। যদিও টোটো চালকদের দাবি, বচসা হলেও তাঁরা কাউকে মারধর করেনি। কয়েকজন বাস চালক টোটোর সামনে এসে যাত্রী তোলে। তার প্রতিবাদ করা হয়। 


    তৃণমূলের শ্রমিক নেতা ইফতিকার আহমেদ বলেন, দু’পক্ষর মধ্যে ভুল বোঝাবুঝির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আলোচনা করে সমস্যা সমাধান করা হয়েছে। বুধবার থেকে বাস চলবে। বাসযাত্রী অনুপ দাস বলেন, বাস বন্ধ থাকবে বলে আগে থেকে জানতাম না। ট্রেনে ভাতার থেকে বর্ধমানে এসেছিলাম। স্টেশনে নামার পর জানতে পারি, বাস বন্ধ রয়েছে। বেশি ভাড়া দিয়ে টোটো করে আলিশায় যেতে হয়েছে। বাস বন্ধ করার আগে থেকে প্রচার করা দরকার।  আর এক যাত্রী সুরজ মিত্র বলেন, টোটো চলাচলে নিয়ন্ত্রণ রাখা  দরকার। স্টেশনের বাইরে টোটোর দৌরাত্ম্যের জন্য যাতায়ত করা দায় হয়। যাত্রী তোলার জন্য টোটো এবং বাস চালকদের মধ্যে প্রতিযোগিতা চলে। তাতে সাধারণ যাত্রীদের অসুবিধা হয়। এই পরিস্থিতি বদল হওয়া দরকার। 


    বাস চালকরা বলেন, টোটো ইউনিয়নের নেতারা বিষয়টি দেখার আশ্বাস দেওয়ায় তাঁরা নিজেদের অবস্থান থেকে সরে আসছে। তবে এরপরও কোনও বাস চালক বা কর্মীর উপর হামলা হলে তাঁরা আবার ধর্মঘটের পথে হাঁটবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শহরে টোটোর দৌরাত্ম্য কমাতে একাধিকবার বৈঠক করা হয়। বেশকিছু নিয়ম চালু করা হয়েছিল। এখন তা অধিকাংশ টোটো চালক মানছেন না বলে অভিযোগ।
  • Link to this news (বর্তমান)