নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিম উৎপাদনে রাজ্য এখন স্বয়ম্ভর। মঙ্গলবার বিধানসভায় প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ এই সংক্রান্ত পরিসংখ্যান পেশ করেছেন। মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বছরে ১৫২৮ কোটি ডিমের প্রয়োজন। সেখানে সব মিলিয়ে উৎপাদন হয় ১৫৮১ কোটি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে ভিন রাজ্য থেকে ৬৪ কোটি ৬০ লক্ষ ডিম আনা হয়েছিল। ওই বছর রাজ্যের নিজস্ব উৎপাদন ছিল ১,৩৭৫ কোটি। মন্ত্রী এদিন জানান, রাজ্যে টোল ফ্রি নম্বরে প্রাণী সংক্রান্ত চিকিৎসা পরিষেবা প্রদান চালু হয়েছে। ১৮০০৩৪৫৫৫৭৩ বা ১৯৬২ নম্বরে ফোন করে এই পরিষেবা মেলে। এর জন্য সল্টলেকে প্রাণিসম্পদ ভবন থেকে কল সেন্টার চালানো হয়।