• আসানসোলে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম ৩
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে একই দিনে তিনটি পৃথক পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন তিনজন। সকাল ও সন্ধ্যায় দু’টি পৃথক দুর্ঘটনাকে কেন্দ্র করে শহরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আসানসোল দক্ষিণ থানা এলাকার কুমারপুরের বাসিন্দা মহম্মদ নিসার খান(৬০) নিজের অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এক যাত্রীকে নিয়ে তিনি আসানসোল স্টেশন যাচ্ছিলেন। আসানসোলের ভগৎ সিং মোড়ের কাছে একটি লরি তাঁর অটোতে দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। অটোটি দুমড়ে মুচড়ে যায়। অটোর চালক ও যাত্রীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন। যাত্রীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। 


    সন্ধ্যায় অপর একটি ঘটনায়, এদিন সকালে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ে ১৯নম্বর জাতীয় সড়কে একটি স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে। এক কলেজ পড়ুয়ার মৃত্যু হয়। মৃতের নাম মৈনাক দাস(১৮)। বাড়ি সালানপুরের ক্ষুদিকা গ্রামে। তাঁর সঙ্গে থাকা এক কলেজ ছাত্রী জখম হয়েছেন। একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায় বলে পুলিস জানিয়েছে। 


    অন্যদিকে, এদিন আসানসোলের ঊষাগ্রামে আসানসোল অভিমুখে আসা একটি এসবিএসটিসি বাস এক স্থানীয় বাসিন্দাকে ধাক্কা মারে বলে অভিযোগ। বাসের চাকায় পিষ্ট হয়ে যায় বাসিন্দার একটি পা। এরপরই উত্তেজিত জনতা জিটি রোড করে বিক্ষোভ দেখায়। ঢিল ছোড়ায় বাসের কাচের একটি অংশ ভেঙে গিয়েছে। আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। পরে বিশাল পুলিসবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
  • Link to this news (বর্তমান)