সংবাদদাতা, বর্ধমান: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিস। ধৃতের নাম উত্তম সরকার। মেমারি থানা এলাকায় তার বাড়ি। মঙ্গলবার সকালে মেমারি থানার পারিজাতনগর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। এদিনই ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৬ ডিসেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল। ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ওই নাবালিকার মা মারা যান। নাবালিকার বয়স তেরো। কিছুদিন আগে তার ঠাকুমা মারা যান। মা মারা যাওয়ার পর দিন সাতেকের মধ্যে তার বাবার পা ভেঙে যায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি এগারো দিন ভর্তি ছিলেন। ঠাকুমার সৎকারের কাজে নাবালিকার বাবাকে সাহায্য করে উত্তম। এমনকি নাবালিকার বাবার চিকিৎসার ব্যাপারেও সাহায্য করে সে। ডাক্তারের কাছে নাবালিকার বাবাকে নিয়ে যাওয়া আসা করে। সোমবার দুপুরে নাবালিকার বাবা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পর তিনি দেখেন, মেয়ে কান্নাকাটি করছে। কারণ জিজ্ঞাসা করায় নাবালিকা তার বাবাকে ঘটনার কথা খুলে বলে। নাবালিকা জানায়, তার বাবা হাসপাতালে ভর্তি থাকার সময় বাড়িতে এসে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে উত্তম। সোমবারও বাড়িতে বাবা না থাকার সুযোগে সে বাড়িতে এসে ফের শারীরিক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। নাবালিকা বাধা দেওয়ায় সে পালায়। এরপরই নাবালিকার বাবা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।