• শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে কর্মশালা
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: মালদহের প্রত্যেকটি স্কুলে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নতুন মূল্যায়ন পদ্ধতির বিষয়ে কর্মশালা হল ইংলিশবাজার শহরে। নতুন শিক্ষানীতি অনুযায়ী এখন থেকে স্কুল পড়ুয়াদের শুধুমাত্র নম্বর ভিত্তিক অগ্রগতি বিচার্য হবে না। বরং ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি দেখা হবে তাঁদের ব্যবহার, আচার আচরণ, খেলাধুলা, মানসিকতা প্রভৃতি বিভিন্ন বিষয়ের উন্নয়ন। মালদহ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) বাণীব্রত দাস বলেন, এই প্রথম জেলায় এধরনের কর্মসূচি গ্রহণ করা হল। প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেন ২০২৫ শিক্ষাবর্ষে সুন্দর ভাবে হোলিস্টিক কার্ড সঠিকভাবে রূপায়ন করেন। সেই লক্ষ্যেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা। 


    রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, ২০২৫ থেকে প্রতিটি স্কুলে ‘হোলিস্টিক রিপোর্ট’ শুরু হবে। এই হোলিস্টিক রিপোর্ট কার্ডে একজন পড়ুয়ার শারীরিক, মানসিক বিষয়গুলির উপর নজর দেওয়া হবে। যেমন একটি শিশুর প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন দিকগুলি এই কার্ডে তুলে ধরা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (ভূমি) দেবাহুতি ইন্দ্র, মালদহের সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ অন্যান্যরা। জেলা বিদ্যালয় পরিদর্শক আরও বলেন, জেলা শিক্ষাদপ্তর ও শিক্ষক শিক্ষিকারা একে অপরের পরিপূরক। শিক্ষকরাই হল শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। তাঁদের উৎসাহ উদ্দীপনায় আমরা আপ্লুত ও আনন্দিত। মালদহ জেলা শিক্ষাদপ্তরকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর।নতুন এই হলিস্টিক রিপোর্ট কার্ডের কার্যকারিতা কী হবে এবিষয়ে এদিন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নির্দেশনামা দেওয়া হয়। মালদহ কলেজ অডিটোরিয়ামের সানাউল্লা মঞ্চে এই কর্মশালা হয়। জেলার পাঁচ শতাধিক মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকরা এই কর্মশালায় যোগ দেন।
  • Link to this news (বর্তমান)