• পুরসভার ধারাবাহিক অভিযান থমকে যেতেই শিলিগুড়িতে ফের প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: প্লাস্টিকের ক্যারিব্যাগে ছেয়ে গিয়েছে শহর শিলিগুড়ি। ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বড় দোকান, মাছ ও সব্জি বাজার, ফল ও ফুলের দোকান, সর্বত্রই প্রকাশ্যে  ব্যবহার হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ।


    এই ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে শিলিগুড়ি পুরসভা অভিযান চালিয়ে জরিমানাও করেছে। এনজিও, স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতা প্রচার চালিয়েছে। অভিযোগ, সেসব থেমে যেতেই আবার প্লাস্টিকের ক্যারিব্যাগ ফিরে এসেছে বাজারে। অভিযান চলায় কিছুদিনের জন্য প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহারে নিয়ন্ত্রণ দেখা যায়। কিন্তু, তারপর ফের সেই একই অবস্থা ফিরে আসে।


    দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুলের নীচে ফুল বাজারের প্রতিটি দোকানে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার চলে আসছে। পুরসভার অভিযান চালার মাঝেও সেখানে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ হয়নি। কিছুদিন ধরে ফুলবাজারের সঙ্গে সর্বত্র খুল্লামখুল্লা প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার চলছে। পুরসভার অভিযানের সময়ে  কিছুদিন ব্যবসায়ীরা প্লাস্টিকের ক্যারিব্যাগ দোকানে লুকিয়ে রাখেন। দীর্ঘদিন ধরে পুরসভার অভিযান বন্ধ থাকায় ব্যবসায়ীদের মনে আর ভয় নেই। তাই প্রকাশ্যেই প্লাস্টিকের ক্যারিব্যাগ রাখছেন। যদিও প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সাফাই, ক্রেতারা চায় বলে প্লাস্টিকের ক্যারিব্যগ রাখতে হয়। এটা না দিলে জিনিস না কিনেই ফিরে যায়। ক্রেতারা জোর করায় প্লাস্টিকের ক্যারিব্যাগে জিনিস দিতে তারা বাধ্য হচ্ছেন।


    কিন্তু, ব্যবসায়ীদের যুক্তি মানতে নারাজ ওয়াকিবহাল মহল। তাদের বক্তব্য, সরকারি নিষেধাজ্ঞা মেনে ব্যবসায়ীরা কেন প্লাস্টিকের ক্যারিব্যাগ রাখা বন্ধ করছেন না? তাদের কাছে প্লাস্টিকের ক্যারিব্যাগ না থাকলে ক্রেতারা চাইলেও তা পেতে  পারেন না। তাই অবাধে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহারের দায় ব্যবসায়ীদেরই নিতে হবে।


    অভিযোগ, পুরসভার উদাসীনতার কারণে শিলিগুড়িতে ফের প্লাস্টিকের ক্যারিব্যাগ ছেয়ে গিয়েছে। ধারাবাহিক অভিযান, জরিমানা করা হলে এই ক্যারিব্যাগ ব্যবহার চিরতরে বন্ধ হয়ে যেত। যদিও এতে পুরসভার ব্যর্থতা দেখছেন না শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি বলেন, বহুবার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কিছুদিন আগেও বিভিন্ন বাজারে আমাদের অভিযান হয়েছে। তারপরেও প্লাস্টিকের ক্যারিব্যাগ কোথাও কোথাও ব্যবহার হচ্ছে। এবার আমরা বরোভিত্তিক অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে বরোগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও কোনও বাজার বা দোকানে কেউ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করতে না পারে, তার জন্য নিয়মিত নজরদারি রাখতে হবে।
  • Link to this news (বর্তমান)