নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আজ, বুধবার কোচবিহার ও জলপাইগুড়ি মেডিক্যালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জলপাইগুড়িতে হবে সিকিউরিটি অডিট। সেখানে থাকবেন কমিটির চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ। কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে সেখানে যাবেন কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল, সুপার ডাঃ সৌরদীপ রায় সহ পুলিস আধিকারিকরা। এদিন পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ অন্যান্য পুলিস আধিকারিকরা দফায় দফায় মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।