• নিকাশি: অর্থ কমিশনের কাছে বরাদ্দ চাইলেন শিলিগুড়ির মেয়র
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির নিকাশি ও স্যুয়ারেস সিস্টেমের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাব পেশ করা হল। মঙ্গলবার কলকাতায় ষোড়শ অর্থ কমিশনের সভায় এই প্রস্তাব দেন মেয়র গৌতম দেব। পাশাপাশি গ্রামীণ এলাকায় অর্থ কমিশনের টাইড ফান্ডে বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। 


    এদিন সভার পর মেয়র বলেন, বর্তমানে পঞ্চদশ অর্থ কমিশন থেকে শহরের জন্য টাইড ও আনটাইডে বরাদ্দের পরিমাণ ৬০ ও ৪০ শতাংশ রয়েছে। তা উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শিলিগুড়ির নিকাশি ও স্যুয়ারেস সিস্টেমের জন্য অর্থ বরাদ্দের দাবিও জানিয়েছি। এছাড়া কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা প্রায় ৮৭০০ কোটি টাকা। যারমধ্যে মাত্র ২৭০০ কোটি টাকা প্রদান করেছে। বকেয়া অর্থ প্রদানের দাবি জানানো হয়েছে।


    মহকুমা পরিষদের সভাধিপতি বলেন, এবার গ্রামীণ ক্ষেত্রে অর্থ কমিশনে আনটাইড ফান্ড ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার দাবি জানানো হয়েছে। 
  • Link to this news (বর্তমান)