• দোকান থেকে ১০টি শাড়ি চুরি করে চম্পট ‘মহিলা বাহিনী’র
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: বিয়ের মরশুমে বেনারসি শাড়ি বরাবরই হিট। সে কনেই পরুক বা অতিথিরা। কিন্তু, পকেটে টান থাকলে সেই শখ পূরণ হবে কি করে। অগত্যা দোকানে ঢুকে চুরি! মঙ্গলবার দিনেদুপুরে শাড়ির দোকান থেকে খান দশেক বেনারসি চুরি করে নিয়ে গেল জনা কয়েক মহিলা। যা নিয়ে শোরগোল পড়ে যায় ময়নাগুড়ি শহরে। একজনকে আটক করেছে পুলিস। যদিও দোকানিদের চোখে ধুলো দিয়ে শখের শাড়ি নিয়ে চম্পট দিয়েছে পাঁচ মহিলা। আটক করা এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ওই পাঁচজনকে খুঁজছে ময়নাগুড়ি থানার পুলিস। বিয়ের মরশুমে শাড়ি চুরি যাওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ী রুমা ঘোষের।  


    মঙ্গলবার দুপুরে ময়নাগুড়ি বাজারের রুমা ঘোষের দোকানে তিনজন মহিলা বিয়ের শাড়ি দেখার জন্য আসে। তারা এসে বলে, বাড়িতে বিয়ে রয়েছে। বেনারসি শাড়ি দেখান। ক্রেতাদের কথামতো রুমা ঘোষ শাড়ি দেখাতে শুরু করেন। সেই সময় দোকানে আরও তিনজন মহিলা আসেন। তারা বাচ্চাদের জামা কাপড় দেখাতে বলে। যদিও আগের তিন মহিলা দাঁড়িয়েই ছিলেন। পরবর্তীতে দোকান মালিক দেখেন, দুটি গ্রুপের মহিলা একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছে। কিছুক্ষণ পর প্রথমে দোকানে আসা তিনজন মহিলা হঠাত্ই বেরিয়ে যায়। আপনারা কেন চলে যাচ্ছেন, এই প্রশ্ন করলেও তারা কোনও জবাব না দিয়েই জোরে জোরে হাঁটতে থাকে।  রুমাদেবীর সন্দেহ হওয়া তিনি ফের ওই মহিলাদের পিছন থেকে ডাকেন। কিন্তু তারা না থামায় দোকান মালিক চিত্কার করলে সামনে থাকা পুলিস কর্মী এক মহিলাকে ধরে ফেলেন। এই ঘটনার মধ্যেই দোকানে থাকা দ্বিতীয় গ্রুপটি পালিয়ে যায়।


    রুমা বলেন, ঘটনার পর দোকানে এসে দেখি,দশটি বেনারসি শাড়ি চুরি গিয়েছে। একজনকে আমি নিজে ধরেছি। যদিও ট্রাফিক মোড়ে পুলিস ছিল। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, একজনকে আটক করে ঘটনার তদন্ত চলছে। 
  • Link to this news (বর্তমান)