দিনহাটা শহর আলোকিত করতে কোটি টাকার লাইট বসাবে পুরসভা
বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, দিনহাটা: মঙ্গলবার এ বছরের শেষ বোর্ড মিটিং হল দিনহাটা পুরসভায়। তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর নেতৃত্বে বৈঠকটি সম্পন্ন হয়। আড়াই হাজার হ্যালোজেন লাইট, নতুন ৩৯০ লাইট পোস্টে একফলা লাইটের আলোয় শহর আলোকিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে শহরে ১১টি রাস্তা ও নালা তৈরি করা হবে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও জোরদার ভূমিকা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, অপূর্ব পার্ক থেকে দিনহাটা জ্ঞানদাদেবী উচ্চ বিদ্যালয় পর্যন্ত মদনমোহন বাড়ি বাইলেন ধরে কিছু হ্যালোজেন লাইট লাগানো হবে। গোপালনগর বাইলেন ধরে ঝুড়িপাড়া পর্যন্ত রাস্তাতেও হ্যালোজেন লাইট জ্বলবে শহরে। দিনহাটা চৌপথি থেকে রংপুর রোড ধরে শহরের শেষ প্রান্ত পর্যন্ত এলাকাতেও লাইট লাগাবে পুরসভা। পুরনো পোলে এই হ্যালোজেন লাইটগুলি লাগানো হবে। এছাড়াও ১ কোটি ৪৬ লক্ষ টাকা দিয়ে ৩৯০টি নতুন পোল লাগানো হচ্ছে। সেগুলিতে একফলা লাইট লাগানো হবে। শহরের ১০কিমি এলাকা আলোকিত হবে এই লাইটের আলোয়।
একাধিক জায়গায় রাস্তা তৈরির প্রস্তাব এসেছে। নালা তৈরি করারও দাবি রেখেছিল একাধিক কাউন্সিলার। এ বছরের শেষ বোর্ড মিটিংয়ে ১১টি রাস্তা ও নালা তৈরির করার ব্যাপারে সহমত হয়েছে পুরবোর্ড। চেয়ারম্যান বলেন, এই বছরের শেষ বোর্ড মিটিং করা হল এদিন। শহরকে আলোকিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।