নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: মঙ্গলবার রাতে প্রায় ২২ কেজি গাঁজা সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করল পুন্ডিবাড়ি থানার পুলিস। নিউ কোচবিহার ওভারব্রিজ এলাকা থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় গ্রেপ্তার হওয়াদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। একটি টোটো করে এই গাঁজা পাচার করা হচ্ছিল।