• সেচদপ্তরের জমিতে ম্যানগ্রোভ কেটে ভেড়ি নির্মাণের অভিযোগ কুলতলিতে
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: সেচদপ্তরের জমি দখল করে ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি নির্মাণের অভিযোগ। পুলিস প্রশাসন ও শাসকদলের নেতাদের মদতে এই কাজ হচ্ছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েতের ৫ নম্বর গরানকাঠি এলাকায়। সন্ধ্যা নামতেই একের পর এক ম্যানগ্রোভ গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই প্রসঙ্গে কুলতলি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ শাহাদাত শেখ বলেন, এই কাজ অবিলম্বে যাতে বন্ধ হয়, সে জন্য বনদপ্তরের পিয়ালি বিট অফিসে ও পুলিস প্রশাসনকে পদক্ষেপ করতে বলব।


    স্থানীয় বাসিন্দা পালান নস্কর প্রায় কয়েক বিঘা জমিতে এই মাছের ভেড়ি নির্মাণ করছেন। তিনি বলেন, এইভাবে অনেকেই এই কাজ করছেন। তাঁর আজব যুক্তি, গাছ নাকি পোকায় খেয়ে নিচ্ছে। তাই কেটে ফেলছেন তিনি। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে রীতিমত জে সি বি মেশিন দিয়ে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। সেচদপ্তরের জায়গা জোর করে দখল করে নেওয়া হয়েছে। কুলতলির গোপালগঞ্জ পঞ্চায়েত এলাকায় এর আগেও ম্যানগ্রোভ কেটে ভেড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল। একই অবস্থা হয়েছিল অম্বিকানগর কেল্লা এলাকাতে। পুলিস ও বনদপ্তরের কোনও নজরদারি নেই বলেই এমন কাজ বারবার হয়ে যাচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)