সপ্তাহান্তে ৫ ডিগ্রি পারদ পতন, কনকনে শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
আজ তক | ০৪ ডিসেম্বর ২০২৪
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কেটে গিয়েছে। হাওয়া অফিস মনে করছে, এবার পারদ পতনে আর কোনও বাধা নেই। হালকা যে শীতের স্পেল গত কয়েকদিনে প্রায় উধাও ছিল তা ফিরে আসবে এবার। চলতি সপ্তাহের শেষের দিকেই বঙ্গে শীত পড়বে জাঁকিয়ে। চলুন আগামী দিনগুলিতে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া, জেনে নেওয়া যাক সেই আপডেট।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। একেবারে ভোরের দিকে শহরে হালকা ঠান্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই গরমের ভাব। তবে হাওয়া অফিস বলছে আজ থেকেই বড় বদল হবে আবহাওয়ায়। বুধবার থেকে পশ্চিমবঙ্গে শীত বাড়তে চলেছে। বাংলার বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। দার্জিলিঙে তুষারপাতও হতে পারে। কুয়াশাও পড়বে জেলায় জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহান্তে নামবে তাপমাত্রা। একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে পারদ। এদিন বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিস বলছে, এবার পারদ পড়বে বিভিন্ন জেলার। পরবর্তী তিনদিনে দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। অর্থাৎ বেশ কিছুটা শীত-শীত মালুম হবে জেলাগুলিতে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হবে। বাকি ছ'টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার এবং সোমবার আবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আজ থেকে পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। অর্থাৎ বেশ কিছুটা শীত-শীত মালুম হবে।
এই জেলাগুলিতে কুয়াশার সতর্কতা
বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুক্রবার উত্তরের চার জেলায় কুয়াশা পড়তে পারে। শুক্রবার সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার সকালের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে। শুক্রবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় শীতের আমেজ অনেকটাই বাড়বে এবার। সপ্তাহের শেষে পারদ পতন হতে পারে। জমিয়ে শীতের আমেজ ফিরবে তখনই। তিন থেকে চার ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে শনি - রবিবার । ধীরে ধীরে কমবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১.২ ডিগ্রি বেশি।