• বনগাঁ শহরজুড়ে অনলাইন জুয়ার রমরমা, অভিযান শুরু পুরসভার
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ শহরজুড়ে অনলাইন জুয়ার (কিনো, লোটো) রমরমা কারবার চলছে। জুয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছে অনেকে। অনলাইন জুয়ার কবলে পড়ে বহু পরিবার পথে বসেছে। বেশ কিছুদিন ধরেই প্রশাসনের কাছে এ সংক্রান্ত অভিযোগ আসছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে ব্যবস্থা নিতে দেখা যায় নি। এবার অনলাইন জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগ নিল বনগাঁ পুরসভা। মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে শহরের অনলাইন জুয়ার দোকানগুলিতে হানা দেওয়া হয়। কাউন্সিলার নারায়ণ ঘোষ পুর আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে অভিযান চালান। যদিও এদিন কোনও দোকান খোলা ছিল না। পুরসভা বন্ধ দোকানে বেআইনি অনলাইন জুয়া বন্ধের নোটিস টাঙিয়ে দেয়। জানা গিয়েছে, বনগাঁ পুরসভা এলাকায় প্রায় ২৩টি বেআইনি অনলাইন জুয়ার দোকান রমরমিয়ে চলে। পর্দার আড়ালে চলে বেআইনি জুয়া। এর জালে জড়িয়ে যুবসমাজ সর্বস্বান্ত হচ্ছে। কাউন্সিলার নারায়ণ ঘোষ বলেন, ‘অনলাইন জুয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুয়ায় আসক্ত হয়ে বহু মানুষ শেষ হয়ে গিয়েছে। অবিলম্বে বেআইনি এই ব্যবসা বন্ধ হওয়া দরকার।’ পাশাপাশি এদিন পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন হোটেলেও হানা দেওয়া হয়। পরীক্ষা করে দেখা হয় হোটেলের রেজিস্টার। সেখানে কোনও বেআইনি কার্যকলাপ চলছে কি না তা খতিয়ে দেখেন আধিকারিকরা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)