নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ফের খবরের শিরোনামে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। এবার এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল, প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুজয় দাস (২৬)। তাঁর বাড়ি সামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অপূর্ব দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। দুই বাড়ির লাগোয়া একটি গাছ থেকে ফুল তোলা নিয়েই দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের। মঙ্গলবার তাঁদের সেই বিবাদ চরম আকার ধারণ করে। এদিন অভিযুক্ত ব্যক্তি আক্রান্তকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলেও অভিযোগ উঠেছে।
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার সকালে সাইকেল নিয়ে কাজে বের হচ্ছিলেন সুজয় দাস। সেই সময়ই ফের ঝামেলা শুরু হয়। অপূর্ব বাঁশ দিয়ে সুজয়কে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এরপর বিকেলেই তাঁর মৃত্যু হয়। পুলিস খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আজ বুধবার জঙ্গিপুর আদালতে তোলা হয়।