গভীর রাতে রায়গঞ্জে বিস্কুটের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গভীররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গতকাল, মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় একটি বিস্কুটের কারখানায় আগুনটি লাগে। খবর পেয়ে অকুস্থলে পৌছয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে কারখানার একটি অংশে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। রাতের অন্ধকারে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও দমকল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ীও। জানা গিয়েছে, দমকলের চারটি ইঞ্জিনের ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
কিন্তু কীভাবে লাগল এই আগুন? কারখানায় যান্ত্রিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের আধিকারিকদের। গোটা বিষয়টা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিস।