• হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনা! খেলতে গিয়ে পাতকুয়োয় পড়ে মৃত্যু ৩ বছরের শিশুর
    বর্তমান | ০৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার ভরদুপুরে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল হাওড়ার নিশ্চিন্দার আনন্দনগর এলাকা। খেলতে খেলতে মুখ খোলা পাতকুয়োয় পড়ে মৃত্যু হল বছর তিনেকের এক খুদের। মৃত শিশুর নাম মোহিত সিং।


    স্থানীয় সূত্রে খবর, আজ বুধবার, দুপুর বারোটা নাগাদ মোহিত সিং নামক ওই শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে নবনির্মিত একটি খোলা কুয়োয় পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা টিম।


    কুয়োতে জল থাকায় দমকল কর্মীরা প্রথমেই পাম্প চালিয়ে পাতকুয়োর জল বের করেন। এরপর শিশুটিকে উদ্ধার করতে নামানো হয় ডুবুরিও। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর তাকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।
  • Link to this news (বর্তমান)