সঞ্জয় রাজবংশী: কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের গঙ্গারামপুরে শেরশাহের আমলে চাঁদের ও বাঁশদহ বিলের উপর লোহার সেতু জরাজীর্ণ অবস্থায় ছিল। খুবই গুরুত্বপূর্ণ এই সেতু। তবে ভয়ংকর বিপজ্জনকও। সেতুটিকে ভেঙে রাজ্য সরকারের উদ্যোগে সাত কোটি টাকা ব্যয়ে এখানে নতুন করে সেতুটি তৈরি করা হবে। নির্মাণকার্য শুরুও হয়েছে। এ নিয়ে খুবই খুশি এলাকাবাসী।
চুনসুরকির ইটের স্তম্ভের উপরে লোহার পাত দিয়ে মোড়া সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রায় ২০ থেকে ২৫টি গ্রামের লোকের যাতায়াত এই সেতুর উপর দিয়ে। সবজি থেকে শুরু করে সমস্ত কিছু যেত এই সেতুর উপর দিয়ে। যাতায়াতের ক্ষেত্রে প্রায় তিন কিলোমিটার রাস্তা কমে যেত এ পথে। কিন্তু একটা সময়ের পর থেকেই ঝুঁকির যাত্রা হয়ে গিয়েছিল এই সেতু দিয়ে যাতায়াত করা।
এবার রাজ্য সরকার সাত কোটি টাকা ব্যয়ে নতুন করে এই সেতু নির্মাণ করে দিচ্ছে। এই খবরে খুশি এলাকাবাসী। সেতুটি নির্মিত হতে আরও মাসছয়েক লাগবে। সেতুটি পুরোপুরি চালু হয়ে গেলে এবং এখানে বাস রুটের ব্যবস্থা হলে, এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে বলেই দাবি এলাকাবাসীর।
ওদিকে শীত পড়তেই পর্যটকের অপেক্ষায় কালনার পূর্বস্থলীর সুবিশাল বাঁশদহ বিল। এই জলাভূমির উপর গড়ে উঠেছে গ্রামীণ পর্যটন কেন্দ্র। পাখিদের ঘিরে তা যেন আরও বেশি গমগম করে। আর শীতই হল পাখিকেন্দ্রিক এই পর্যটনের সেরা সময়। কেননা তখন উড়ে আসে পরিযায়ী পাখিরা। এবারেও শীত পড়তেই ছবিটা এক। একটু-একটু করে এই বিলে আসতে শুরু করে দিয়েছে পরিযায়ী পাখিরা। পর্যটকেরাও। আর সেই আবহেই এল নতুন সেতুর নির্মাণকার্যের এই খবর।