• বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল! দার্জিলিঙে দমদমের যুবতীর মৃত্যু ঘিরে রহস্য
    প্রতিদিন | ০৪ ডিসেম্বর ২০২৪
  • অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: পছন্দের জায়গায় বেড়াতে যাওয়াই কাল! দার্জিলিং ঘুরতে এসে মৃত্যু হল দমদমের এক যুবতীর। বন্ধুরা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী করে মৃত্যু, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

    দমদমের অশোকনগরের বাসিন্দা বছর ২৮-এর অঙ্কিতা ঘোষ বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে যান। প্রথমে সান্দাকফু যান তাঁরা। মঙ্গলবার সেখান থেকে ফিরে, রাতে টুমলিঙের একটি হোটেলে ওঠেন। সেখানেই ছিলেন তাঁরা। মধ্যরাতে হঠাৎ অঙ্কিতা অসুস্থ বোধ করেন। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি কোনও ভাবে বাথরুমে পড়ে গিয়েছিলেন। বন্ধুরা খিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান অঙ্কিতাকে। সেখানে যুবতীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

    যুবতীর মৃত্যুর ঘটনায় বুধবার শোকপ্রকাশ করেন পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর জ্যোতি ঘোষ। তিনি বলেন, “মর্মান্তিক ঘটনা। ওই যুবতী সান্দাকফু থেকে ঘুরে টুমলিঙে নেমেছিলেন৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে।”

    কয়েকদিন আগে দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা যান এক পর্যটক। তিনি কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। মৃতের নাম আশিস ভট্টাচার্য। বয়স ৬৫ বছর। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়, উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হয় আশিসবাবুর।
  • Link to this news (প্রতিদিন)