• হাওড়ায় উদ্ধার ২৫৪ বস্তা নিষিদ্ধ চীনা রসুন, গ্রেপ্তার ১
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাজ্যে নিষিদ্ধ চীনা রসুনের খোঁজ। এবার হাওড়া জেলার ধুলাগড় থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ চীনা রসুন উদ্ধার করল পুলিস।


    জানা গিয়েছে, আজ বুধবার, গোপন সূত্রে খবর পেয়ে বেলা বারোটা নাগাদ ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালায় সাঁকরাইল থানার পুলিস। তাদের হাতেই উদ্ধার হয় ২৫৪ বস্তার বেশি নিষিদ্ধ চীনা রসুন। বাজেয়াপ্ত ওই রসুনের বাজার মূল্য প্রায় সাত লক্ষ সত্তর হাজার টাকা।


    পুলিস সূত্রে খবর, অরবিন্দ জয়সওয়াল নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এই রসুন বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিস। তবে, গোডাউনে ম্যানেজার পদে কর্মরত উপেন্দ্র যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মালিকের খোঁজ চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।


    প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দেশে নিষিদ্ধ করা হয়েছে চীনা রসুন। মূলত, সে দেশের রসুনে রাসায়নিক পদার্থ থাকার কারণেই ব্যান করা হয়েছে চীনা রসুন। তবুও চোরাগোপ্তা পথে মাঝেমাঝে ভারতের বাজারে প্রবেশ করে এই রসুন। তবে এবার সাঁকরাইল থানার তৎপরতায় পাকড়াও করা গিয়েছে এই ক্ষতিকারক রসুন।
  • Link to this news (বর্তমান)