• রাজ্য পুলিসে বড়সড় রদবদল! সরানো হল রাজ্য পুলিসের গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে...
    ২৪ ঘন্টা | ০৫ ডিসেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রাজ্য পুলিসে বড়সড় রদবদল। চারটে গুরুত্বপূর্ণ পদে রদবদল। সরানো হল গোয়েন্দা প্রধান রাজাশেখরনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই রদবদল। রাজাশেখরনকে পাঠানো হয়েছে রাজ্য পুলিসের ট্রেনিংয়ে। রাজ্যে কিছুদিন ধরেই বাইরে থেকে দুষ্কৃতিরা এসে একের পর এক ঘটনা ঘটাচ্ছিল। যেমন শিয়ালদহে অস্ত্র উদ্ধার থেকে কসবাকান্ড সেখানেও বিহার যোগ উঠে আসে। ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। 

    মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে সরাসরি সিআইডি'র উপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'কয়লা পাচারের' মতন ঘটনায় সিআইডির একাংশ জড়িয়ে। বারবার বলেছিলেন মাথা থেকে পা পর্যন্ত তিনি বদল করবেন। এডিজি আইজি ইবি থেকে রাজীব মিশ্রকে এডিজি আইজি অর্গানাইজেশন এবং মর্ডানাইজেশন পদে আনা হয়েছে।  দময়ন্তী সেনের পদেও বদল হয়েছে। আইপিএস অফিসার আর শিবকুমার, এডিজি ( পলিসি) পদে ছিলেন। সেই জায়গায় দময়ন্তী সেনকে নিয়ে আসা হল।

    প্রসঙ্গত, পুলিসের ভূমিকা নিয়ে বারবার বিভিন্ন প্রশ্ন উঠেছে তৃণমূলের অন্দরেই। সেই ক্ষোভ বারবার উগড়ে দিয়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ। গোয়েন্দা প্রধান পদ থেকে রাজশেখরনকে সরিয়ে দেওয়া হল। এরপর কাকে এই পদে বসানো হবে? সেই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। 

  • Link to this news (২৪ ঘন্টা)