পুলিস সূত্রে খবর, ওই শিশুটির বয়স মাত্র সাত মাস। বাবা-মার সঙ্গে বটতলা থানার এলাকার ফুটপাতে থাকে সে। তখন গভীর রাত। বাবা-মা দু'জনেই ঘুমিয়েছিলেন। ওই শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এরপর যখন ঘুম ভাঙে, তখন বটতলা থানায় ফোন করেন শিশু মা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ওই শিশু ও তার মা-কে নিয়ে যাওয়া হয় আরজি হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে খবর।
পকসো আইনে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস। এখনও পর্যন্ত যা খবর, সিসিটিভি ফুটেজে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে এক ব্যক্তিকে ফুটপাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। কিন্তু ওই ব্যক্তিই এই ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা জানা যায়নি। আবার অভিযুক্ত একাধিকও হতে পারে বলে মনে করছে পুলিস।