• ‘হয়তো ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন, এ ভাবে জামিন হয়?’ পার্থ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
    আনন্দবাজার | ০৫ ডিসেম্বর ২০২৪
  • পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না। পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পার্থের জামিন মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। নিয়োগ মামলায় পার্থের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সে প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, নিজে দুর্নীতি না করে পার্থ হয়তো ‘ডামি’ সামনে রেখে দুর্নীতি করেছেন। তদন্তের অগ্রগতির পরেই জামিন নিয়ে বিবেচনা করা যাবে, জানিয়েছে আদালত।

    সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার ডিভিশন বেঞ্চে বুধবার পার্থের মামলার শুনানি ছিল। তাঁর আইনজীবী মুকুল রোহতগি পার্থের জামিন চেয়ে সওয়াল করেন। বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে এ ভাবে তাঁর জামিন পাওয়া উচিত নয়। আদালতের সওয়াল-জবাব নীচে তুলে দেওয়া হল—

    উল্লেখ্য, ২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু পার্থের জামিন এখনও মঞ্জুর হয়নি। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। বুধবার মামলার শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)