• ‘ক্ষতিকারক’ চিনা রসুন বাজেয়াপ্ত হাওড়ায়! বছর দশেক আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার
    আনন্দবাজার | ০৫ ডিসেম্বর ২০২৪
  • নিষিদ্ধ চিনা রসুন বাজেয়াপ্ত করল হাওড়া পুলিশ। বুধবার বেলা ১২টা নাগাদ গোপন সূত্র মারফত খবর পেয়ে ধুলাগড় ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে ২৫৪ বস্তারও বেশি চিনা রসুন বাজেয়াপ্ত করেছে সাঁকরাইল থানা। পুলিশ সূত্রে খবর, প্রতি বস্তায় প্রায় ১৮ কেজি মতো চিনা রসুন রয়েছে। উদ্ধার হওয়া চিনা রসুনের বাজারমূল্য অন্তত সাত লক্ষ ৭০ হাজার টাকা। এই ঘটনায় উপেন্দ্র যাদব নামে এক গোডাউন ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অপরিহার্য পণ্য আইনে মামলা করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিন থেকে এই রসুন দেশের সীমান্ত পেরিয়ে চোরা পথে ভারতের বাজারে আসে। কম দামে এই রসুন কিনে বেশি দামে বিক্রি করেন বিক্রেতারা। চিনা রসুনের কোয়া মোটা হয়। চাষের সময় যে রাসায়নিক ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধৃত ম্যানেজারের অবশ্য দাবি, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাঁর মালিক জানতে পারেন। সাঁকরাইল থানার পুলিশ মালিকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

    ২০১৪ সালে চিনা রসুন আমদানি করা বন্ধ করে দেয় ভারত সরকার। পরীক্ষায় চিনা রসুনে ছত্রাকের সংক্রমণ ধরা পড়ার পরেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষজ্ঞদের বক্তব্য, চিন থেকে ভারতে যে রসুন পাঠানো হত, সেই রসুনে থাকত মিথাইল ব্রোমাইড। রসুনকে ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে কীটনাশক হিসাবে চিন ওই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা বলছেন, নিয়মিত মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার-কিডনি বিকল হতে পারে। স্নায়ুর সমস্যাও হতে পারে। নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি।

  • Link to this news (আনন্দবাজার)