• রেলের ইউনিয়ন ভোটে প্রথম ইভিএম! আপাতত শুধু কলকাতা মেট্রোয়, চলল ‘নির্বাচনী সন্ত্রাস’ও
    আনন্দবাজার | ০৫ ডিসেম্বর ২০২৪
  • এত দিন মূলত লোকসভা এবং বিধানসভা ভোটেই ইভিএমের ব্যবহার দেখা যেত। পঞ্চায়েত বা পুরসভার মতো স্থানীয় স্তরের ভোটে সে ভাবে দেখা যায়নি ইভিএমের ব্যবহার। কিন্তু এই প্রথম বার রেলের ইউনিয়ন ভোট হল ইভিএমে! ইভিএমে ভোট দিলেন কলকাতা মেট্রোর কর্মচারীরা।

    বুধবার থেকে রেলের ইউনিয়নের ভোট শুরু হয়েছে। রেলের মোট ১৭টি জ়োনেই ভোট হচ্ছে। তিন দিন ধরে চলবে এই ভোটগ্রহণ। ওই ১৭ জ়োনের মধ্যে একমাত্র কলকাতা মেট্রোতেই ইভিএম ব্যবহার করা হয়েছে। তবে ইভিএমের পাশাপাশি বাকি সব জ়োনের মতো ব্যালটেও ভোটগ্রহণ কলকাতা মেট্রোয়। অর্থাৎ, দু’ভাবেই ভোট দিয়েছেন কর্মচারীরা। কলকাতা মেট্রো ইউনিয়নের ভোট মোট ছ’টি জায়গায় হয়েছে— মেট্রো রেল ভবন, পার্ক স্ট্রিট, সেন্ট্রাল পার্ক ডিপো, সল্টলেক, টালিগঞ্জের অফিসার্স ক্লাব এবং নোয়াপাড়া প্রশাসনিক ভবন। ভোটগণনা আগামী ১২ ডিসেম্বর।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পরীক্ষামূলক ভাবে এ বার ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। তবে ব্যালটই গোনা হবে। পরে মিলিয়ে দেখা হবে ব্যালটের সঙ্গে ইভিএমের ভোট। মনে করা হচ্ছে, যদি এ বার ইভিএমের পরীক্ষামূলক ব্যবহার সফল হয়, সে ক্ষেত্রে পরের বার থেকে ইভিএমেই রেলের ইউনিয়নের ভোট হতে পারে।

    অন্য দিকে, রেলের ইউনিয়নের ভোট ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। স্টেশনের ইআরএমসি এবং ইআরএমইউ-এর বুথে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। অভিযোগ, বহিরাগতদের হামলায় জখম হয়েছেন পাঁচ জন। এক ইআরএমসি কর্মীর মাথা ফেটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে মোতায়েন করা হয় আরপিএফের বিশাল বাহিনী।

  • Link to this news (আনন্দবাজার)