• ঘাটালে বিদ্যুৎ বিলের টাকা বাকি, বন্ধ সজলধারা প্রকল্প, কুরান গ্রমে মিলছে না জল
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল ব্লকের কুরান গ্রামে পানীয় জলের তীব্র  সঙ্কট দেখা দিয়েছে। দীর্ঘদিন হল গ্রামের সজলধারা প্রকল্প বন্ধ রয়েছে। ফলে বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ থাকলেও তাতে এক ফোঁটাও জল পড়ছে না। সেজন্য ওই গ্রামের বাসিন্দারা বিগত এক মাস ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছেন বলে জানা গিয়েছে। সুলতানপুর গ্রামপঞ্চায়েত প্রধান কৌশিক জানা ওই গ্রামের পানীয় জলের সঙ্কটের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘কুরানে সজলধারার বিদ্যুৎ বিল বাকি রয়েছে প্রায় তিন লক্ষ টাকা। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে আমি সজলধারার পরিষেবা চালু করেছিলাম। কিন্তু তারপরও সজলধারার মোটর পুড়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছে। গ্রামপঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নিয়ে খুব শীঘ্রই সজলধারার জল চালু করার চেষ্টা করা হচ্ছে।’ বেশ কয়েক সপ্তাহ হল ওই গ্রামের বন্ধ রয়েছে সজলধারার নলবাহিত জলের পরিষেবা। ফলে গ্রামের প্রায় ৪০টি পরিবারের বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। গ্রামে থাকা একমাত্র টিউবওয়েল থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। ওই গ্রামের বাসিন্দা মলয় ঘোষ, মিতা ঘোষ, কল্যাণী নায়েকদের অভিযোগ, সেই নলকূপের জলও পান করার উপযোগী নয়। বাধ্য হয়ে সেই খারাপ জলই পান করতে হচ্ছে গ্রামবাসীদের।বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি দিনদিন ভয়াবহ আকার নিচ্ছে। গ্রামের একমাত্র টিউবওয়েলের জল পান করার উপযুক্ত না হলেও সেই নলকূপে গিয়েই সকাল থেকে সারাদিন সবাই ভিড় করছেন। তাই সেখান থেকেও পর্যাপ্ত পানীয় জল পাওয়া যাচ্ছে না। কোনওরকমে পানের জলটুকু নিয়ে আসছেন তাঁরা। রান্না সহ বাকি গৃহস্থালি কাজের জন্য যে জল লাগে, তা পুকুর থেকেই নিতে হচ্ছে বলে জানালেন তাঁরা। গ্রামবাসীরা বলেন, ‘আমরা জানি পুকুরের জল ব্যবহার করা উচিত নয়। কিন্তু আর কোনও উপায় নেই। তাই বাধ্য হয়েই বাড়ির প্রয়োজনে পুকুরের জলও ব্যবহার করতে হচ্ছে।’  টিউবওয়েল থেকে জল সংগ্রহ করছেন মহিলারা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)