নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অজানা জন্তুর হানা নিয়ে গত কয়েকদিন ধরেই আতঙ্কিত রয়েছে আরামবাগের তিরোল এলাকা। অজানা ওই জন্তুকে ধরতে খাঁচা পেতে ছিল বনদপ্তর। কিন্তু, কোনও জন্তুর হদিশ মেলেনি। তারপরেও বাসিন্দাদের আতঙ্ক কাটেনি। তাই এবার সরাসরি এলাকায় গিয়ে ঝোপে, জঙ্গলে অভিযান চালাল বনদপ্তর। বুধবার লাঠি উঁচিয়ে, বাজি ফাটিয়ে বিভিন্ন ঝোপে তল্লাশি চালান বনদপ্তরের কর্মীরা। তার আগে মঙ্গলবার রাতেও এক প্রস্থ অভিযান চালায় বনদপ্তর। তারপরেও কিছু পাওয়া যায়নি। এদিন বনদপ্তরের তল্লাশি দেখতে এলাকার বাসিন্দারাও ভিড় জমান।
বনদপ্তর জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ওই রাতে ও এদিন সকালে তিরোল সংলগ্ন বিভিন্ন এলাকার ঝোপ, জঙ্গলে অভিযান চালানো হয়। একইসঙ্গে ফের খাঁচার স্থান পরিবর্তন করে টোপও রাখা হয়েছে। বনদপ্তরের আরামবাগের রেঞ্জার আসরাফুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে তিরোল এলাকায় স্থানীয় বাসিন্দারা অজানা জন্তু নিয়ে আতঙ্কে রয়েছেন। এনিয়ে নানা গুজবও ছড়াচ্ছে। তাই বাসিন্দাদের দাবি মেনে আমরা অভিযান করেছি। কিন্তু, কোথাও কিছু মেলেনি। আমরা তবু ওই এলাকায় খাঁচা পেতে রেখে এসেছি। বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সজাগ থাকতে অনুরোধ করেছি। তারসঙ্গে নজরে কিছু এলে তা আমাদের জানাতেও বলেছি। এদিন তল্লাশির সময় শুধু কিছু সাপ দেখা যায়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তিরোল এলাকায় অজানা জন্তুর আতঙ্ক ছড়ায়। তিরোলের কালীতলায় প্রথমে একটি সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসে। তাতে চার পেয়ে এক জন্তুকে আবছাভাবে দেখা যায়। কিন্তু, তারপর থেকে আর ওই জন্তুর হদিশ মেলেনি। যদিও সেই জন্তুর কথা জানাজানি হতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার জেরে বনদপ্তর সেখানে টোপ দিয়ে খাঁচা পাতে। কিন্তু, খাঁচায় কিছু ধরা পড়েনি। তারপর ফের পালপাড়া এলাকায় খাঁচা পাতা হয়। কিন্তু, সেই খাঁচাতেও কিছু আসেনি। অবশেষে মঙ্গলবার রাতে রেঞ্জরের নেতৃত্বে বনদপ্তরের কর্মীরা সেখানে যান। তারসঙ্গে এদিন সকালে ফের সেখানে অতিরিক্ত খাঁচা নিয়ে যাওয়া হয়। বনদপ্তরের তরফে বড় একটি জালও নিয়ে যাওয়া হয়। বনকর্মীরা অনেকেই একটি পুকুরের পাড়ে ঝোপে লাঠি উঁচিয়ে দেখতে থাকেন। মাঝে মাঝে বাজিও ফাটানো হয়। কিন্তু তারপরেও কিছু পাওয়া যায়নি। বনদপ্তর আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করতে থাকে। বনদপ্তরের এক আধিকারিক বলেন, ঝোপে জঙ্গলে সাধারণতভাবে জন্তুরা আশ্রয় নেয়। সেইজন্য এদিন সেইসব এলাকা ভালো করে দেখা হয়েছে। পৃথক একটি খাঁচাও পাতা হয়েছে। আমরা পরিস্থিতির দিকে নজরদারি চালাচ্ছি। কর্মীরা মাঝে মাঝেই এলাকায় গিয়ে পরিস্থিতি দেখছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এদিন বনদপ্তর অভিযান চালিয়ে অজানা জন্তুর খোঁজে তল্লাশি চালায়। কিন্তু, কিছু মেলেনি।