• বাংলাদেশে শান্তি চেয়ে বহরমপুরে কংগ্রেসের মিছিল
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বাংলাদেশে শান্তি ফেরানোর বার্তা দিয়ে বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের তরফে বুধবার একটি মিছিলের আয়োজন করা হয়। বুধবার বিকেলে ওই মিছিলে পা মেলান প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী, কংগ্রেস নেতা মাহফুজ আলম ডালিম, জয়ন্ত দাস প্রমুখ। মহিলারাও মিছিলে হাঁটেন। বহরমপুর জেলা কংগ্রেসের কার্যালয় থেকে বেরিয়ে মিছিল শহর প্ররিক্রমা করে। ডালিম সাহেব বলেন, বাংলাদেশের ক্রমাগত অশান্তি বাড়ছে। সে দেশে অবিলম্বে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। পাশের রাষ্ট্র হিসেবে আমরা সকলেই চাই বাংলাদেশ যেন ভালো থাকে। বাংলাদেশের শান্তি ফেরানোর বার্তা দিতেই আমাদের এই মিছিল।
  • Link to this news (বর্তমান)