• বিষ্ণুপুরে ডাম্পিং গ্রাউন্ডে বসতে চলেছে প্রসেসিং ইউনিট, বরাদ্দ দুই কোটি টাকা
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: এক বছর আগেই বিষ্ণুপুরে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের জন্য পাঁচিল নির্মাণ হয়ে গিয়েছে। কিন্তু, বর্জ্য নিষ্কাশনের জন্য প্রসেসিং ইউনিট না বসানোয় বাস্তবে তা কাজে লাগছিল না। শহরের ময়লা তুলেও তা ফেলার সমস্যায় ভুগছে পুরসভা কর্তৃপক্ষ। তবে এবার সেই সমস্যা মিটতে চলেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের তরফে প্রসেসিং ইউনিট বসানোর জন্য অর্থমঞ্জুর হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই ইউনিটের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি টাকা। দপ্তরের তরফে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই তা বসানো শুরু হবে।


    বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, বিষ্ণুপুরের বহু বছরের ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটতে চলেছে। প্রসেসিং ইউনিট শীঘ্রই বসবে। তার জন্য অর্থ মঞ্জুর হয়েছে।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর শহরে চার বছর আগে গ্রিন সিটি প্রকল্প চালু হয়। তাতে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়। কিন্তু, ওই বর্জ্য প্রক্রিয়াকরণের সমস্যা রয়েই যায়। মূলত ডাম্পিং গ্রাউন্ডের অভাবে গোটা প্রকল্পটি বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এখনও শহর থেকে সংগৃহীত বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে। কখনও লালবাঁধের পূর্ব প্রান্তে, কখনও বাইপাস এলাকায়, কখনও জঙ্গলের ফাঁকা জমিতে একপ্রকার লুকিয়ে চুরিয়ে ফেলতে বাধ্য হচ্ছে পুরসভা কর্তৃপক্ষ। তাতে দূষণ ছড়ানোর অভিযোগে স্থানীয়রা বারবার সরব হয়েছেন। এক বছর আগে শহর থেকে কিছুটা দূরে ময়রাপুকুর মৌজায় প্রায় পাঁচ একর জায়গায় এক কোটিরও বেশি টাকা খরচে পাঁচিল নির্মাণ করা হয়। কিন্তু, ভিতরে প্রসেসিং ইউনিট না বসানোয় সমস্যা থেকেই যায়। ইতিমধ্যে বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও তোলা হয়। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সেই মতো প্রসেসিং ইউনিট বসানোর জন্য অর্থ মঞ্জুর করেন। দপ্তরের তরফে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। তা সম্পূর্ণ হলেই ইউনিট চালু করা হবে। এতে দেড়শো বছরের পুরনো বিষ্ণুপুর পুরসভার ঘাড় থেকে ময়লা ফেলার বোঝা নামবে বলে পুরকর্তাদের একাংশ মনে করছে। 


    পুরসভার আধিকারিকরা বলেন, প্রসেসিং ইউনিট বসানোর পর শহর থেকে সংগ্রহ করা ময়লা রোজ ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে তা প্রক্রিয়াকরণ করা হবে। জৈব বর্জ্যকে সারে পরিণত করা হবে। কঠিন বর্জ্যকে পৃথক করে তা বিভিন্ন কারখানায় পাঠিয়ে দেওয়া হবে। আধুনিক ডাম্পিং গ্রাউন্ড কার্যত একটি শিল্প। সেখানে কিছু লোকের কর্মসংস্থানও হবে।
  • Link to this news (বর্তমান)