নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: অবৈধ নির্মাণের অভিযোগ পেয়ে অভিযান চালাচ্ছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। কিন্তু এখনও পর্যন্ত কোনও কাউন্সিলার অবৈধ নির্মাণ আটকেছেন এমন দৃষ্টান্ত এখনও নেই। তাঁরা অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরসভায় তেমন অভিযোগও করেননি। সেই কারণেই শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ বিল্ডিং তৈরি হয়েছে বলে জনপ্রতিনিধিদের একাংশের দাবি। সেইসমস্ত ফ্ল্যাট কিনে বহু পরিবার বিপাকে পড়ে গিয়েছে। হেল্ডিং না পেয়ে তারা ট্যাক্স দিতে পারছে না। ভবিষ্যতে বিপাকে পড়ার আশঙ্কায় অনেকে পুরসভার দ্বারস্থ হচ্ছেন। চেয়ারম্যান বলেন, হোল্ডিং না পেয়ে অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন। তবে ফ্ল্যাট কেনার আগে প্রত্যেকের সব নথি দেখা উচিত। আদৌ পুরসভার নিয়ম মেনে বিল্ডিং তৈরি হয়েছে কিনা তা নিয়ে খোঁজ নেওয়া দরকার। তা না হলে সমস্যা বাড়বে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঢলদিঘির বাসিন্দারা অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ করেন। চেয়ারম্যান এবং আধিকারিকরা সেখানে গিয়ে দেখেন আটতলা বিল্ডিং তৈরি হচ্ছে। কোনও নথি নির্মাণকারীরা দেখাতে পারেননি। বিল্ডিং মালিক সেখানে না থাকায় দেওয়ালে পোস্টার সাঁটানো হয়। সাতদিনের মধ্যে বৈধ নথি নিয়ে বিল্ডিংয়ের মালিককে পুরসভায় ডাকা হয়েছে। তিনি হাজির না হলে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিন আগে পাওয়ার হাউসপাড়ায় অভিযান চালিয়ে আরও একটি নির্মাণ বন্ধ করা হয়। আধিকারিকদের দাবি, তিনতলার অনুমতি নিয়ে চারতলা বিল্ডিং তৈরি হচ্ছে। কোথাও আবার অনুমতি ছাড়াই সাততলা বিল্ডিং তৈরি হচ্ছে। শহরে ফ্ল্যাটের চাহিদা বেড়ে গিয়েছে। ক্রেতার অভাব হচ্ছে না। আইনজীবী অনীশ দাস বলেন, অনেকে সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কেনেন। সবার পক্ষে বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব নয়। কোথায় পুকুর ভরাট করে আবাসন হচ্ছে বা পাঁচতলার অনুমতি নিয়ে সাততলা বিল্ডিং করা হচ্ছে তা বাইরের লোকজন জানবেন কীভাবে? পুরসভাকে আরও সক্রিয় হতে হবে। তা না হলে সাধারণ মানুষ বিপাকে পড়বেন।
শহরের আর এক বাসিন্দা বলেন, কোথাও অনুমতি ছাড়া বিল্ডিং তৈরি হলে এলাকার কাউন্সিলারদের তা জানা উচিত। কোন রহস্যের জন্য তাঁরা সবকিছু দেখেও না দেখার ভান করছেন তা সহজেই বোঝা যায়। জনপ্রতিনিধিরা প্রতিবাদ না করলে আমজনতা যাবে কোথায়? পুরসভা অভিযান চালানোর পরও অনেক জায়গাতেই বিল্ডিং তৈরি হচ্ছে। কোন শক্তিবলে এটা সম্ভব হচ্ছে তা নিয়ে তদন্ত হওয়া দরকার। পুরসভার চেয়ারম্যান বলেন, শহরের বাসিন্দারাও অবৈধ নির্মাণ নিয়ে পুরসভায় অভিযোগ জানাতে পারেন। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার নির্দেশ না মানলে প্রোমোটারদের বিরুদ্ধে এফআইআর করা হবে। প্রত্যেকের নিয়ম মানা উচিত।-ফাইল চিত্র