• ঘাটাল মহকুমায় শুরু শিল্প সমাধান শিবির
    বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমায় শুরু হল ‘শিল্প সমাধান শিবির’। পুর এলাকার ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পীদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে ওই শিবির। ঘাটাল মহকুমার ঘাটাল, খড়ার, ক্ষীরপাই, চন্দ্রকোণা ও রামজীবনপুর এই পাঁচটি পুরসভায় বুধবার থেকে শুরু হয়ে এই শিবির চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।


    ঘাটাল পুরসভার টাউন হলে এদিন শিবিরের উদ্বোধন করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস। শিবিরে উপস্থিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীরা তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তাঁদের সমাধানের পথও বাতলে দেওয়া হয়। ঘাটাল পুরসভার নির্বাহী আধিকারিক অনুপকুমার রায় বলেন, ‘শিল্প সমাধান শিবিরে সরকার তাঁতি ও হস্তশিল্পীদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে পরামর্শ, ক্ষুদ্র শিল্পদ্যোগীদের জন্য সরকারি ঋণ, ভর্তুকি এবং অনুমোদন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। ওই পুরসভার সিটি মিশন ম্যানেজার সৌরভ শাসমল বলেন, ‘আমাদের বিশ্বাস, শিল্প সমাধান শিবিরের মধ্য দিয়ে আমাদের পুর এলাকার ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পে উন্নয়নের দিশা খুঁজে পাওয়া যাবে। এদিনের শিবিরে ব্যাপক সাড়াও পাওয়া গিয়েছে।’


    প্রতিটি পুরসভায় শিল্প সমাধান শিবিরে ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প দপ্তরের প্রতিনিধি ছাড়াও কৃষি, অনগ্রসর কল্যাণ, উচ্চশিক্ষা দপ্তর এবং ব্লক স্তরের ‘ব্যাঙ্কারস কমিটি’-র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রত্যেকটি শিবির থেকেই ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পীদের অভিযোগ শুনে সমাধানের পথ খুঁজে দেওয়ার ব্যবস্থা করায় সংশ্লিষ্ট পুরসভার নাগরিকরা অত্যন্ত খুশি। নাগরিকরা জানান, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কে সচেতন করে শিল্পদ্যোগীদের ঋণ বা সরকারি অনুমোদন সংক্রান্ত সমস্যা সমাধানে এই শিবির আমাদের খুবই কাজ দিয়েছে।
  • Link to this news (বর্তমান)