কাজ বন্ধের বিরুদ্ধে ডিসিএলে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
বর্তমান | ০৫ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, দুর্গাপুর: কাজ বন্ধের বিরুদ্ধে ও বকেয়া বেতন প্রদান সহ একাধিক দাবি নিয়ে বুধবার অবস্থান বিক্ষোভে বসলেন দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের(ডিসিএল) চুক্তিভিত্তিক ঠিকা শ্রমিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে কারখানার গেট চত্বরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিস আসে। বিক্ষোভকারীদের অভিযোগ, হঠাৎই কারখানা কর্তৃপক্ষ কাজ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে। দীর্ঘদিন ধরে কাজে নিযুক্ত শ্রমিকদের অন্যত্র কর্মসংস্থানে নিয়োগের কোনও ব্যবস্থা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও কয়েক মাসের বেতন এখনও বকেয়া আছে। তাঁদের দাবি, অবিলম্বে শ্রমিকদের কাজে বহাল থাকার ব্যবস্থা করতে হবে। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, সমস্ত কিছু সরকারি নিয়মমাফিক করা হচ্ছে। পদ্ধতিভিত্তিক শ্রমিকদের স্থানান্তরিত করাও হচ্ছে। জানা গিয়েছে, দুর্গাপুর অঙ্গদপুর-রাতুরিয়া এলাকায় ১৯৬৩ সালে রাজ্য সরকারের রাসায়নিক উৎপাদনকারী ডিসিএল কারখানাটি গড়ে উঠেছিল। ২০১৬ সালে রাজ্য ক্যাবিনেটে কারখানাটি বিলগ্নিকরণের সিদ্ধান্ত হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরামর্শে ২০১৯ সালে ডিসেম্বর মাসে উৎপাদন বন্ধ হয়ে যায়। বেশকিছু স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের স্থানান্তরিতও করা হয়।বিক্ষোভকারী উজ্বল পাল ও প্রদীপ দেবনাথ বলেন, কর্তৃপক্ষ হঠাৎই বিজ্ঞপ্তি জারি করেছে ৩১ ডিসেম্বর কাজ বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি অন্য শ্রমিকদের মতো আমাদেরও সরকারি সংস্থায় কাজে নিয়োগ করা হোক। আমরা প্রায় ২০-৩০ বছর ধরে এই কারখানায় কর্মরত রয়েছি। পিএফ ও ইএসআই এর আওতাধীনে আছি। এখন বয়স হয়ে গিয়েছে। কোথাও কাজ মিলবে না। কর্তৃপক্ষকে দ্রুত আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে।