• শিলিগুড়ির স্কুল থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ০৫ ডিসেম্বর ২০২৪
  • স্কুল থেকে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকা। মৃতের নাম সৌরভকুমার রায় (৩২)। আশিঘর ফাঁড়ি অন্তর্গত বাদুরবাগান এলাকার বাসিন্দা ছিলেন তিনি। এই মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি খুন না কি আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা বেড়েছে। পরিবারের অভিযোগ, শিক্ষককে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    শিক্ষকের পরিবারের দাবি, প্রতিদিনের মতো মঙ্গলবারও স্কুলে যান সৌরভ। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। স্কুল কর্তৃপক্ষকে ফোন করে জানতে চান সৌরভ স্কুলে আছেন কি না। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষকের পরিবারকে জানায় স্কুলে কেউ নেই। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে শিক্ষকের পরিবার। সেখান থেকে বলা হয়, আমবাড়ি ফাঁড়িতে ঘটনার কথা জানান।

    শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালি বসতি এলাকায় ফাঁড়াবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সৌরভ। তালা খুলিয়ে স্কুলে খোঁজাখুজি করা হয় পরিবারের তরফে। সেখানেও পাওয়া যায়নি তাঁকে। পুলিশ শিক্ষকের ফোনের লোকেশন দেখার চেষ্টা করে। তখন দেখা যায় শিক্ষকের ফোন কখনও নকশালবাড়ি, কখনও পানিট্যাঙ্কিতে রয়েছে। তবে পরে আর তার লোকেশন বোঝা যায়নি।

    পরবর্তীতে স্কুলের তরফে ফোন করে জানানো হয়, স্কুলের একটি ঘর অন্ধকার অবস্থায় রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমতে শুরু করে। ওই ঘর থেকেই শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, শিক্ষকের পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)