• তীব্র গতিতে ছুটে আসা গাড়ির মারণ ধাক্কায় জাতীয় সড়কেই মৃত্যু পূর্ণবয়স্ক চিতাবাঘের...
    ২৪ ঘন্টা | ০৫ ডিসেম্বর ২০২৪
  • নারায়ণ সিংহ রায়: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটে ফুলবাড়ি ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কের বাকুলাইন এলাকায়। 

    কী ঘটেছিল?

    জানা গিয়েছে, পথচলতি একজন সবজি বিক্রেতা দেখতে পান চিতা বাঘটি রাস্তার উপরে ছটফট করছে। এর পরে খবর দেওয়া হয় ঘোষপুকুর পুলিস ফাঁড়িতে। পুলিসকর্মীরা ঘটনাস্থলে এসে চিতাবাঘটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু কিছুতেই কিছু হয় না। সেখানেই বন্যপ্রাণীটির মৃত্যু হয়। 

    সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে মৃত চিতা বাঘটিকে সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যান।

    উল্লেখ্য, এর আগেও এই এলাকায় কমলা চা বাগানের সামনে জাতীয় সড়ক পেরোতে গিয়ে গাড়ির ধাক্কায় এক পূর্ণবয়স্ক চিতা বাঘের মৃত্যু ঘটেছিল। প্রতিনিয়ত গাড়ির ধাক্কায় এইভাবে চিতা বাঘের মৃত্যুর ঘটনায় চিন্তিত বন দফতরের আধিকারিকেরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বন বিভাগ।

  • Link to this news (২৪ ঘন্টা)