ঝাড়গ্রাম থেকে গ্রেপ্তার কলকাতার শিশু নিগ্রহের 'ভবঘুরে'
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৪
অর্ণব আইচ ও নিরুফা খাতুন: হাঁটার ধরণই ধরিয়ে দিল অপরাধীকে। গ্রেপ্তার শোভাবাজারের ফুটপাথে সাত মাসের শিশুকে যৌন নিগ্রহ করা ভবঘুরে। বুধবার রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে তাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে খবর অভিযুক্তর নাম রাজীব ঘোষ ওরফে গোবরা। বয়স ৩৪ বছর। কলকাতায় কুকীর্তি ঘটিয়ে গোপীবল্লভবপুরের এক হোটেলে বাসন ধোওয়ামোছার চাকরি নিয়েছিল। এদিকে বড়তলা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে। দেখা যায়, ভবঘুরে একজনকে চিহ্নিত করা হয়। যে একটু পা টেনে টেনে হাঁটত। তার ছবি রাজ্য়ের সমস্ত থানায় পাঠানো হয়। জানানো হয় কুকীর্তির কথা। জেলায়-জেলায় শুরু হয় খোঁজ।
অবশেষে গোপীবল্লভবপুর থানা থেকে খবর আসে। দিন কয়েক আগে পায়ে খুঁত আছে এমন একজন একটি হোটেলে চাকরি নিয়েছে। যৌন নিগ্রহের তারিখের সঙ্গে তার কাজে যোগ দেওয়ার তারিখেও সামঞ্জস্য আছে। ছবি পাঠানো হয়। দেখা যায়, কলকাতার ‘কীর্তিমান’ই সেখানে আশ্রয় নিয়েছে। এর পর অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ৩০ নভেম্বর বেলা পৌনে দুটো নাগাদ বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। আশপাশে কেউ নেই। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটিকে ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান। পরে জানা যায় সে যৌন লালসার শিকার হয়েছে। অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। জেরার মুখে ভেঙে পরে নিজের কুকীর্তির কথা স্বীকার করেছে সে।