বিধানসভায় শাসক ও বিরোধী দলের সম্পর্কের অন্য ছবি দেখা গেল। বয়কট, বিক্ষোভ, ওয়াক আউট নয়, তৃণমূল কংগ্রেস সরকারের প্রস্তাবে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তা-ই নয়, তাঁর দাবি, এই প্রস্তাবে যদি কেন্দ্র থেকে বাধাও আসে, তাও তিনি রাজ্য সরকারের পাশেই থাকবেন। শুভেন্দুর মুখে 'মাননীয়া, সম্মানীয়া' ইত্যাদি বিশেষণ শুনে আপ্লুত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্য সরকারের পাশে শুভেন্দু
আজ অর্থাত্ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য সরকার প্রস্তাব দেয়, কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলিতে সরাসরি বিমান পরিষেবা চালু করা হোক। চন্দ্রিমা ভট্টাচার্যের প্রস্তাবের পরে শুভেন্দু বলেন, 'ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসা নিয়ে কেন্দ্রের ছাড়পত্র রয়েছে। ফলে নতুন করে কেন্দ্রের অনুমোদন দরকার নেই। বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট আছে। আপনারা এদের সঙ্গে কথা বলুন। আন্তর্জাতিক বিমানবন্দর বাড়ানোর জন্য আবেদন করুন। যদি কেন্দ্র কোনও বাধা দেয়। তাহলে আমরা, বিজেপির বিধায়করা যাব। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলব। এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি।'
শুভেন্দুর ভাষণে আপ্লুত চন্দ্রিমা
শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে চন্দ্রিমা বলেন, 'আপনি আজ যেভাবে আমায় কয়েকবার মাননীয়া বললেন। সম্মানীয় বললেন। আমি ধন্যবাদ জানাই। ভাল লাগল। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য।'
একটা প্রস্তাব জমা দিয়েছি। অবশ্যই মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে বলেছি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের আসলে আন্তর্জাতিক চরিত্র কতটা বজায় আছে সেটা দেখতে হবে। এখান থেকে যে বিমানগুলি আগে ইউরোপ এবং আমেরিকায় যেত সেগুলি বন্ধ হয়ে গিয়েছে। সেই কারণে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে। যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজাসুজি ইউরোপে-আমেরিকায় বিমান চালানো যায়।'