• মহুয়ার বিরুদ্ধে ক্ষোভ TMC-র অন্দরেই, ক্ষুব্ধ-চিঠি দিলেন ৬ বিধায়ক, কেন?
    আজ তক | ০৫ ডিসেম্বর ২০২৪
  • তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পাঁচ বিধায়ক এবং মহুয়ার পুরনো বিধানসভা কেন্দ্র করিমপুরের বিধায়ক। চিঠিতে তাঁরা মহুয়ার বিরুদ্ধে দলীয় বিধায়কদের ‘এড়িয়ে চলা’, ব্লক ও বুথ সভাপতিদের স্বেচ্ছাচারীভাবে বদল করা, এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মতো গুরুতর অভিযোগ তুলেছেন।

    কারা অভিযোগ করলেন?
    চিঠিতে সই করেছেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায়, চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান, নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ, পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এবং কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ।

    অভিযোগের সারমর্ম
    বিধায়কদের উপেক্ষা: মহুয়া স্থানীয় বিধায়কদের না জানিয়ে ব্লক সভাপতি ও বুথ সভাপতিদের বদল করেছেন।
    অস্থিরতা সৃষ্টি: দলীয় নেতাদের মধ্যে বিভাজন তৈরির অভিযোগ।

    দলীয় ভাবমূর্তি নষ্ট: সংখ্যালঘু অঞ্চলে ‘তোলাবাজ’ ও সমাজবিরোধীদের সঙ্গে ঘনিষ্ঠতা।ভবিষ্যৎ প্রার্থী ঘোষণা: বর্তমান বিধায়কদের সরিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নতুন প্রার্থী করার প্রতিশ্রুতি।বিজেপি বিরোধিতায় অনুপস্থিতি: জেলার বিজেপি বিরোধী কর্মসূচিতে মহুয়ার সক্রিয় অংশগ্রহণের অভাব।

    চিঠির প্রেক্ষাপট
    ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও মহুয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। চাপড়ায় তৃণমূলের ব্লক সভাপতি জেবের শেখকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

    তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া
    বিধায়কদের অভিযোগপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে জমা দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভা অধিবেশনের সময়ই মহুয়ার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করা হয়েছিল। তখন তাঁদের লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়।

    মহুয়ার প্রতিক্রিয়া ও দলীয় পদক্ষেপ
    সংসদের শীতকালীন অধিবেশনে মহুয়া আপাতত দিল্লিতে রয়েছেন। তাঁর প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্ব বিষয়টি কীভাবে সমাধান করবে, তা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে জল্পনা চলছে। এই ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এসেছে। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ দলীয় শৃঙ্খলায় কতটা প্রভাব ফেলবে, তা নজর কাড়ছে রাজনৈতিক মহলে।

     
  • Link to this news (আজ তক)