নিউটাউনের হরিণালয় মিনি চিড়িয়াখানায় আসছে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার। ক্রিসমাস উপলক্ষে দর্শনার্থীদের জন্য এটাই হবে বিশেষ আকর্ষণ। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক থেকে আসা ১৫ মাস বয়সী এই বাঘদুটি ক্রিসমাসের ঠিক আগে কলকাতায় এসে পৌঁছবে। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং হিডকোর তত্ত্বাবধানে বাঘদের নতুন বাসস্থান তৈরির কাজও প্রায় সম্পন্ন।
বাঘদের পরিবহণ ও প্রস্তুতি
শিলিগুড়ি থেকে কলকাতার দূরত্ব বেশি না হওয়ায় বাঘদুটিকে আনার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। বিশেষ ডিজাইনের একটি গাড়িতে তাদের পরিবহণ করা হবে। গাড়িতে থাকবে পর্যাপ্ত জল ও খাবার, পাশাপাশি স্বাভাবিক বায়ু চলাচলের ব্যবস্থা। বাঘদের নিরাপত্তা এবং আচরণ পর্যবেক্ষণের জন্য বিশেষ কর্মীদেরও রাখা হবে।
এনক্লোজারের বিশেষ ব্যবস্থা
বাঘদের জন্য তৈরি করা হয়েছে ৭০ শতাংশ খোলা জায়গা সমৃদ্ধ একটি আধুনিক এনক্লোজার। এতে থাকবে লোহার বেড়া ও মোটা কাচের বিভাজন, যা দর্শক এবং বাঘের মধ্যে সুরক্ষার জন্য রাখা হয়েছে। খাঁচার উচ্চতা যথেষ্ট রাখা হয়েছে যাতে কেউ তাতে চড়তে না পারে। দর্শকদের কৌতূহল সামলানোর জন্য লোহার বেড়ার এবং কাচের মাঝখানে দেড় ফুট ফাঁক রাখা হয়েছে।
নতুন পরিবেশে খাপ খাওয়ানো
নভেম্বরের মাঝামাঝি বাঘদুটি কলকাতায় এসে প্রথমে নিভৃতবাসে থাকবে। এরপর তারা নতুন পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পর দর্শকদের জন্য এনক্লোজারে ছাড়া হবে।
ক্রিসমাসে উদ্বোধন
ক্রিসমাসের দিন এই নতুন এনক্লোজার উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। পশ্চিমবঙ্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য-সচিব সৌরভ চৌধুরী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন।
মিনি চিড়িয়াখানার অন্যান্য আকর্ষণ
নিউটাউনের এই মিনি চিড়িয়াখানায় ইতিমধ্যেই রয়েছে জলহস্তি, জিরাফ, জেব্রা, কুমির, বিভিন্ন প্রজাতির হরিণ এবং পাখি। এবার জোড়া বেঙ্গল টাইগার যোগ হওয়ায় চিড়িয়াখানার আকর্ষণ আরও বাড়বে।