• ডাকাতের হাতে খুন ৬ বছরের শিশু? চন্দননগরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়!
    ২৪ ঘন্টা | ০৫ ডিসেম্বর ২০২৪
  • বিধান সরকার: চন্দননগরে শিশুমৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি, ডাকাত পড়েছিল বাড়িতে। আলমারি খুলে নগদ টাকা গয়না নিয়ে গিয়েছে। ডাকাতদল-ই সম্ভবত ওই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে!

    মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন, আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। আলমারি খুলেছিল কি না স্ত্রীকে জিজ্ঞেস করায় সে জানায় আলমারি খোলেনি। লকারে ৪০ হাজার টাকা ও কিছু গয়না ছিল। ছেলে বাড়িতে টিভি দেখছিল। ওর মা, দিদি সেই সময় বাড়িতে ছিল না। সেইসময়ই কেউ বাড়িতে ঢোকে। মৃত শিশুর বাবা জানিয়েছেন, পুলিসে অভিযোগ জানাবেন। 

    চন্দননগরের কুণ্ডুঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম নিখিল বিশ্বাস। বয়স ৬ বছর। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে যান। দুপুরে শিশুটিকে একা বাড়িতে রেখে তার মা বাইরে গিয়েছিলেন বলে দাবি। মায়ের দাবি, তিনি বাড়ি ফিরে দেখেন ছেলে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। তাই তাকে আর তিনি ডাকেননি। 

    এরপর বিকাল সাড়ে ৫টা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে ভাই নিস্তেজ হয়ে পড়ে আছে। এরপর সঙ্গে সঙ্গেই নবকুমারকে খবর দেওয়া হয়। তিনি বাড়ি ফিরে রাত ৮টা নাগাদ ছেলেকে নিয়ে চন্দননগর হাসপাতালে ছুটে যান। সেখানেই চিকিৎসকরা জানিয়ে দেন যে ওই শিশুর মৃত্যু হয়েছে। ওদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিলো না। এখন ওই শিশুর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ধন্দে পুলিসও। ওই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে আজ মৃত শিশুর দেহের ময়নাতদন্ত করা হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)