মাজদিয়া সীমান্তে ৯২ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার বিএসএফের, নেপথ্যে কোন চক্র?
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৪
সঞ্জিত ঘোষ, নদিয়া: নদিয়ার মাজদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে প্রায় ৯২ লাখ টাকার সোনা উদ্ধার সীমান্ত রক্ষী বাহিনীর। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ৩২ নম্বর ব্যাটেলিয়ানের তৎপরতায় মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে তল্লাশি চালিয়ে পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করেন জওয়ানরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে সোনা পাচার করা হচ্ছে। তথ্য পেয়েই ‘অ্যাকশনে’ নামেন জওয়ানরা। কৃষ্ণগঞ্জের ডাকাতে গাড়ি মাঠ এলাকায় একটি বাসের যাত্রীদের তল্লাশি নেন। তখনই সুভাষচন্দ্র মণ্ডল নামের এক ব্যক্তির ব্যাগ থেকে প্রায় ২ কেজি ওজনের পাঁচটি সোনার বিস্কুট উদ্ধার করেন জওয়ানরা। যার বাজারমূল্য ৯১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। ধৃত ব্যক্তি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর গ্রামের বাসিন্দা। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। ৩২ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন সুজিত কুমার বলেন, “বাংলাদেশ থেকে সোনা পাচার পুরোপুরি বন্ধ করা আমাদের উদ্দেশ্য। এই ধরনের ঘটনা মোকাবিলা করার জন্য বিএসএফ সর্বদা সর্তক রয়েছে।”
এর আগেও বহুবার সোনাপাচার আটকেছে বিএসএফ। দিন কয়েক আগে তেহট্টের সীমানায় দুজন পাচারকারীকে ধাওয়া করে সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। জওয়ানদের ধাওয়ায় পাচারকারীরা পালিয়ে যায় ওপারে। সেই রেশ কাটতে না কাটতেই ফের উদ্ধার সোনা। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কীভাবে সোনা পাচার হচ্ছে তা খতিয়ে দেখার পাশাপাশি, এই পাচারকারীর সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন বিএসএফ আধিকারিকরা।